সুরমা বাসে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, আ’লীগ নেতাকে মারধর
কচুয়ায় সুরমা বাসে এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত আওয়ামীলীগ নেতা ফারুক মোল্লাকে মারধর দিয়েছে উত্তেজিত জনতা। বুধবার ঢাকা-কচুয়া সড়কের সাচার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কচুয়া উপজেলাসহ সুরমা বাসে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্য দিকে সুরমা বাসের ওই ঘটনা এখন স্থানীয়দের মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গত বুধবার সকালে কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের অধিবাসী মো. হারুনর রশিদ মোল্লা তার নাতনি (১৫) কে মিরপুর-১ শিক্ষাবোর্ড স্কুলের নবম শ্রেণীতে পড়–য়া শিক্ষার্থীকে ঢাকায় পৌছে দিতে কচুয়া বিশ্বরোড সুরমা কাউন্টারে আসেন।
এসময় কাকতালীয়ভাবে বাসে থাকা ঢাকা যাওয়ার যাত্রী একই গ্রামের আওয়ামীলীগ নেতা ফারুক মোল্লা দেখতে পেয়ে ওই কিশোরীকে তার পাশে বসান। কথাবার্তার এক পর্যায়ে ফারুক মোল্লা তাকে বিয়ে করার প্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজি হলে তাকে (কিশোরীকে) রাজ রাণী করে ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকব, এতে রাজি হলে চিটাগাং রোডে নেমে যাওয়ার প্রস্তাব দেন ওই কিশোরীকে। এ বলে কিশোরীকে জড়িয়ে ধরার চেষ্টা করে ফারুক মোল্লা।
এসময় ওই কিশোরী ডাক চিৎকার দিলে সুরমা বাসে থাকা যাত্রীরা আওয়ামীলীগ নেতা ফারুক মোল্লাকে উত্তম মধ্যম দিয়ে সাচারে বাস থেকে নামিয়ে দেন।
তবে ওই কিশোরীকে শ্লীলতাহানির কথা অস্বীকার করেছেন তেতৈয়া গ্রামের অভিযুক্ত আওয়ামীলীগ নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক মোল্লা।
তিনি বলেন, ওই কিশোরী আমার স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য করায় আমি তাকে ধমক দিয়েছি। তাকে বিয়ে করার প্রস্তাব দেয়ার বিষয়টি ভিত্তিহীন। আমাকে সুরমা বাসে কেউ মারধর করেনি আমি ওই বাসে করেই বুধবার ঢাকায় গিয়েছি এবং বর্তমানে ঢাকায় আছি। ঢাকা মেট্রো-ব-৬২৯৫ সুরমা বাস চালক মো. রফিকুল ইসলাম জানা