হাজীগঞ্জে দুই বাড়ী থেকে উদ্ধারকৃত সরকারি ৮০ বস্তা চাল নিলামে বিক্রি
মো. হোসেন বেপারী চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের পৃথক দুইটি বাড়ী থেকে উদ্ধারকৃত ৮০ বস্তা সরকারি চাল নিলামে বিক্রি করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের তিন সদস্য বিশিষ্ট কমিটির সম্মুখে নিলামে অংশ নেয় ১২ ব্যবসায়ী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, কেজি প্রতি ৩১ টাকা ধরে চালগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। এ চাল ইউনিয়ন পরিষদে জিআর প্রকল্পের বরাদ্দ ছিল।
গেলো ২৫ জুন রাতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্তের নেতৃত্বে ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। ওই উপজেলা প্রশাসন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুসহ চারজনের নামে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত কাজ করছেন চাঁদপুর দুদক কার্যালয়।