চাঁদপুর সদর উপজেলার শরিয়তপুরের সখিপুরে অটোরিকশার ধাক্কায় হুমায়রা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সখিপুর দক্ষিণ তারাবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা হয়।
নিহত হমায়রা আক্তার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের প্রবাসী ফারুক কাজীর মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। মাদ্রাসা থেকে ফেরার সময় দক্ষিণ তারাবুনিয়া মতিখা কান্দি পাকা রাস্তায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় সে। তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানায় পরিবার।
দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেকান্তর খা বলেন, ‘মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এই সড়ক দুর্ঘটনা হয়।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘অটোরিকশাটি জব্দ করেছে গ্রামবাসী। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে শিশুর মরদেহ হস্তান্তর করা হবে।’