কচুয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি নিয়ে সর্তকবার্তা জেলা বিএনপির

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১০, ২০২৪ | ৭:৫৯
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১০, ২০২৪ | ৭:৫৯
Link Copied!
চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটিকে সর্তকর্তা করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা বিএনপি। রবিবার বিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড সলিম উল্ল্যাহ সেলিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে  জেলা বিএনপির জেলা বিএনপি অনুমোধিত কমিটি ব্যাতিত দলীয় প্যাড ব্যবহার করে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি নামে কেহ কোন দলীয় কর্মকান্ড পরিচালনা করলে তাহা দলের গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী এবং অবৈধ কমিটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ কমিটির নামে কিছু কার্যক্রম করা হয়েছে। যাহা দলের বিভক্তি ও বিভাজন সৃষ্টি করার সামিল এবং গঠনতন্ত্র পরিপন্থি। এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থেকে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে বৃহত্তর ঐক্য সৃষ্টি করে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ড পরিলক্ষিত হলে তাহাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে গন্য করা হবে এবং দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডর জন্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, কুমিল্লা বিভাগ ও কেন্দ্রীয় কার্যালয়ে দপ্তর সম্পাদক বরাবর অবহিতকরণ অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ্য করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, গত ২৯ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলা বি এন পি ৫১ সদস্য ও কচুয়া পৌর বিএনপি ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারন সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত কমিটি অনুমোদিত হয়। ওই কমিটিতে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির প্রধান এবং সদস্য সচিব এ এস এম মনজুর আহমেদ সেলিম। কচুয়া পৌর বিএনপির আহবায়ক মো: হাবিব উল্লাহ হাবিব ভেন্ডার ও সদস্য সচিব মো: আমান উল্লাহ আমান। উক্ত জেলা বিএনপি অনুমোদিত কচুয়া উপজেলা এবংপৌর বিএনপি কমিটি ব্যাতিত অন্য কোন কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কোন কমিটি নেই।
জানতে চাইলে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির প্রধান এবং সদস্য সচিব এ এস এম মনজুর আহমেদ সেলিম বলেন, সম্প্রতি কচুয়া উপজেলায় খায়রুল আবেদীন স্বপন সভাপতি ও জাহাঙ্গীর আলম ফারুকী সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি ঘোষনা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অন্যদিকে পৌর বিএনপির বিল্লাল হোসেন সভাপতি ও সেলিম পাটোয়ারী সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছে। তারা নিজেদের সাবেক শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের অনুসারী বলে দাবী করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জামায়াতে ইসলামীর জেলা কমিটি গঠন হাজীগঞ্জে ১৩৯০ কেজি পলিথিন জব্দ: দু’জনের কারাদণ্ড কচুয়ায় স’মিল মিস্ত্রী আলমগীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি পদে বিল্লাল হোসেন বিজয়ী সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা : সংস্কৃতি উপদেষ্টা নতুন রূপে ‘ব্যাচেলরের ইভা’ টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা ইমরুলের তৌহিদ আফ্রিদির ‘বিয়ের ছবি’ ভাইরাল পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ জীবনধারার পরামর্শ ড. ইউনূসের দুর্নীতি তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সত্যানুসন্ধান কমিটি তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সম্পন্ন হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে দুই বাড়ী থেকে উদ্ধারকৃত সরকারি ৮০ বস্তা চাল নিলামে বিক্রি চাঁদপুরের শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন  রিজভীর স্বাক্ষর জাল করে কচুয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত মৈশাদিতে নিজ অর্থে বাড়ী করেও নির্যাতন ও হুমকীর শিকার প্রবাসী পরিবার চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিলে  আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হাজীগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটি অনুমোদন দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন