তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সম্পন্ন

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ নভেম্বর ১২, ২০২৪ | ৯:৪৯
মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ নভেম্বর ১২, ২০২৪ | ৯:৪৯
Link Copied!

কচুয়া উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত ও লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ (নভেম্বর) মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মায়েরা সচেতন হলে একটি সুন্দর সমাজ ও দেশ গড়তে সহজ হয়। তাই আপনারা আপনাদের সন্তানের প্রতি যত্নশীল হবেন। ওরা কোথায় যায়, কী করে সঠিকভাবে তার খোঁজখবর নেবেন।সময়ের চাহিদা পূরণে মা-বাবার ছেলে মেয়েদের সাথে সম্পৃক্ততা আরও বেশি জোরদার করার কোনো বিকল্প নেই। সন্তানদের সাথে অভিভাবকরা বন্ধুসুলভ আচরণ করলে সুবিধা আছে। যেমন শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি, সন্তানদের অধিক কৃতিত্ব অর্জন, উন্নত ফলাফল ও সামাজিক বন্ধন যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বিজ্ঞাপন

তিনি অভিভাবক সমাবেশে যোগদানের পূর্বে সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ ও তুলপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এছাড়াও বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তিনি নিজে শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম ও অমর কৃষ্ণ দেবনাথের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জামায়াতে ইসলামীর জেলা কমিটি গঠন হাজীগঞ্জে ১৩৯০ কেজি পলিথিন জব্দ: দু’জনের কারাদণ্ড কচুয়ায় স’মিল মিস্ত্রী আলমগীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি পদে বিল্লাল হোসেন বিজয়ী সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা : সংস্কৃতি উপদেষ্টা নতুন রূপে ‘ব্যাচেলরের ইভা’ টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা ইমরুলের তৌহিদ আফ্রিদির ‘বিয়ের ছবি’ ভাইরাল পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ জীবনধারার পরামর্শ ড. ইউনূসের দুর্নীতি তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সত্যানুসন্ধান কমিটি তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সম্পন্ন হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে দুই বাড়ী থেকে উদ্ধারকৃত সরকারি ৮০ বস্তা চাল নিলামে বিক্রি চাঁদপুরের শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন  রিজভীর স্বাক্ষর জাল করে কচুয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত মৈশাদিতে নিজ অর্থে বাড়ী করেও নির্যাতন ও হুমকীর শিকার প্রবাসী পরিবার চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিলে  আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হাজীগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটি অনুমোদন দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন