তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সম্পন্ন

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ নভেম্বর ১২, ২০২৪ | ৯:৪৯
মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ নভেম্বর ১২, ২০২৪ | ৯:৪৯
Link Copied!

কচুয়া উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত ও লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ (নভেম্বর) মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মায়েরা সচেতন হলে একটি সুন্দর সমাজ ও দেশ গড়তে সহজ হয়। তাই আপনারা আপনাদের সন্তানের প্রতি যত্নশীল হবেন। ওরা কোথায় যায়, কী করে সঠিকভাবে তার খোঁজখবর নেবেন।সময়ের চাহিদা পূরণে মা-বাবার ছেলে মেয়েদের সাথে সম্পৃক্ততা আরও বেশি জোরদার করার কোনো বিকল্প নেই। সন্তানদের সাথে অভিভাবকরা বন্ধুসুলভ আচরণ করলে সুবিধা আছে। যেমন শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি, সন্তানদের অধিক কৃতিত্ব অর্জন, উন্নত ফলাফল ও সামাজিক বন্ধন যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বিজ্ঞাপন

তিনি অভিভাবক সমাবেশে যোগদানের পূর্বে সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ ও তুলপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এছাড়াও বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তিনি নিজে শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম ও অমর কৃষ্ণ দেবনাথের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৩ সরকারি কর্মচারীর বদলির দাবিতে সমন্বয়কের চিঠি স্বামীর দাবীতে অনশনে যুবতী : লাপাত্তা স্বামী সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত সাংবাদিক নাছির পাঠানের পিতার ইন্তেকাল তারেক রহমান যেকোন সময় দেশে আসার জন্য প্রস্তুত: আনোয়ার হোসেন খোকন শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে প্রদান গল্লাক আদর্শ ডিগ্রী কলেজের ক্লাস ও কার্যক্রম চলমান সাংবাদিক সুমন আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ক্ষমতার অপব্যবহারের শিকার কলেজ অধ্যক্ষ ৫ মাস যাবত বরখাস্ত আগে পুলিশ ভুয়া মামলা নিত এখন পাবলিক দিচ্ছে নতুন ছাত্র সংগঠন এসেছে হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৮ জন আটক ৭  অভিভাবকের কাছে হস্তান্তর  ৭৪ দেশের হাফেজদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস মিটিংয়ে না আসায় ৯৯ কর্মীকে চাকরিচ্যুত! রাবিতে দুই বিভাগের সংঘর্ষ, আহত ৩৪ নির্বাচনের ট্রেন স্টেশন ছেড়েছে, পথে কিছুটা থামতে হবে: ড. ইউনূস আ.লীগসহ সব দলকে নির্বাচনে চেয়েছে বিএনপি: প্রধান উপদেষ্টা হাজীগঞ্জে নব নির্বাচিত সাধারণ সম্পাদক কামাল হোসাইনকে শিক্ষকদের সংবর্ধনা বিএনপির এক নেতার ছেলের মামলায় পালিয়ে বেড়াচ্ছে আরেক নেতার পরিবার হঠাৎ ফুটবলকে বিদায় বলবেন রোনালদো