তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সম্পন্ন
কচুয়া উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত ও লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ (নভেম্বর) মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মায়েরা সচেতন হলে একটি সুন্দর সমাজ ও দেশ গড়তে সহজ হয়। তাই আপনারা আপনাদের সন্তানের প্রতি যত্নশীল হবেন। ওরা কোথায় যায়, কী করে সঠিকভাবে তার খোঁজখবর নেবেন।সময়ের চাহিদা পূরণে মা-বাবার ছেলে মেয়েদের সাথে সম্পৃক্ততা আরও বেশি জোরদার করার কোনো বিকল্প নেই। সন্তানদের সাথে অভিভাবকরা বন্ধুসুলভ আচরণ করলে সুবিধা আছে। যেমন শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি, সন্তানদের অধিক কৃতিত্ব অর্জন, উন্নত ফলাফল ও সামাজিক বন্ধন যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তিনি অভিভাবক সমাবেশে যোগদানের পূর্বে সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ ও তুলপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এছাড়াও বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তিনি নিজে শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম ও অমর কৃষ্ণ দেবনাথের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।