চাঁদপুরে জামায়াতে ইসলামীর জেলা কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৪ | ৭:২৪
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৪ | ৭:২৪
Link Copied!
আগামী ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী আমির ও এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

 

১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জেলা কমিটির যারা মনোনীত জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, মু. জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদ।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী।

 

১২ অক্টোবর চাঁদপুর জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন।

 

পরে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমিরে জামায়াত ভোটের ফলাফল ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী আমির নির্বাচিত হন।

 

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির প্রচার ও মিডিয়া বিভাগ সম্পাদক মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এসব তথ্য জানানো হয়।

 

জামায়াতের সব ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই আমির নির্বাচিত হন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনও প্রার্থী থাকেন না। কেউ পদ প্রত্যাশী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হন।

 

মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী ইতোমধ্যে চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির, জেলা সেক্রেটারি, জেলা অফিস সেক্রেটারী ও চাঁদপুর শহর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছাত্রশিবিরের চাঁদপুর জেলা সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন। পেশায় তিনি একজন শিক্ষক। ব্য

 

এডভোকেট মো: শাহজাহান মিয়া ইতোমধ্যে চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, জেলা প্রচার সম্পাদক, জেলা শুরার সদস্য ও চাঁদপুর শহর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছাত্রশিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন। পেশায় তিনি একজন আইনজীবী।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ আজ চাঁদপুর হানাদার মুক্ত দিবস, নেই কোন কর্মসূচি মতলবে আগুনে পোড়া অজ্ঞাত এক নারীর মৃতদেহ অবৈধভাবে মাটি তোলায় যুবদলের নেতার ৭ দিনের কারাদণ্ড কচুয়া পৌরসভার সামনে সড়কের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শাহরাস্তিতে জামিয়া ইসলামিয়া বশির উল্লাহ আরিফা খাতুন মাদ্রাসার উদ্বোধন শাহরাস্তির শোরসাক রাগৈবিল ভাসমানপাম্প পরিচালনা কমিটি ঘোষণা আগামী দিনের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর: এনডিপি চেয়ারম্যান আবু তাহের সাড়ে ৫ বছরে ১২ হাজার বই উপহার দিয়েছে চর্ষাপদ সাহিত্য একাডেমি ‘জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোন ধরণের বৈষম্য থাকবে না’ মতলব উত্তরে ৯০ পিস ইয়াবা ও গাঁজাসহ পৃথক ঘটনায় আটক ২ শাহরাস্তি থেকে ৭৭৫ কেজি পলিথিন জব্দ, ১৮ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন চাঁদপুরে পবিত্র কোরআনের আলো’র অডিশন অনুষ্ঠিত তৃণমূলের কর্মীরাই বিএনপি’র অমূল্য সম্পদ: শরীফ মো. ইউনুস শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক, চালকদের সাথে পুলিশের  মতবিনিময় ফরিদগঞ্জের শাশিয়ালী মাদ্রাসার ৯৬তম বার্ষিক মাহফিল চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো ফরিদগঞ্জে আকস্মিক আগুনে পুড়লো বসতঘর