হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি পদে বিল্লাল হোসেন বিজয়ী
হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির সভপতি পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় বুধবার বিকালে পুনরায় দুই প্রার্থীর মধ্যে ভোটা গ্রহন অনুষ্ঠিত হয়। এতে বিল্লাল হোসেন সাহেব বিজয়ী হয়েছে। দ্বিতীয় হয়েছেন মোস্তফা সর্দার। এর আগে ইসমাইল হোসেন সাধারন সম্পাক নির্বাচিত হয়েছেন।
হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মোহাম্মদপুর শাখা জাতীয়তাবাদী দল বিএনপি’র দ্বি -বার্ষিক সম্মেলনে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলার বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক এম এ রহিম পাটোয়ারি, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ইউনিয়ন বিএনপি আহবায়ক আবদুল কুদ্দুছ মাস্টার, উপজেল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবীব উল্যাহ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলী আকবর শেখ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহিউদ্দিন মাঈনু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজী প্রমূখ।