বিএনপির মূল উদ্দেশ্য জনগণের ভোট নিশ্চিত করা: লায়ন হারুনুর রশিদ

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৪ | ৯:২১
আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৪ | ৯:২১
Link Copied!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যাগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমেই সিপাহী জনতা এদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করেছিল। সেদিন পুরো জাতি এক হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে এদেশের ভবিষ্যতের কান্ডারী হিসেবে নেতৃত্বে এনেছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে তাই নিজে গর্ব বোধ করি। আমাদের মনে রাখতে হবে শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আপোষহীণ নেতৃত্ব এবং তারুণ্যের অহাংকার দেশ নায়ক তারেক রহমানের উজ্জ্বল নেতৃত্বেও কারণেই আমরা স্বৈরাচারকে হটিয়ে ৫ আগষ্ট নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতা পেয়েই যদি মনে করেন, ক্ষমতায় চলে গিয়েছেন। তাহলে বোকার স্বর্গে রয়েছেন। আমরা এখনো বিরোধী দলেই রয়েছি, তবে এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি। আমাদের মূল উদ্দেশ্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। জনগণকে সাথে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গত দেড় যুগ ধরে মানুষের ভোট না দেয়ার বেদনাকে দুর করতে হবে। তাই আমাদের কে কি পেল, কি পেলাম না এসব ভুলে যেতে হবে। একই সাথে কে কি বলেছে এসব দিকে না তাকিয়ে দলের জন্য কাজ করে যেতে হবে। আমি একজন কর্মী হিসেবে আপানাদের পাশে রয়েছি এবং চিরকাল থাকবো।

ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা ফজলুর রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবকে যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, বিল্লাল হোসেন কোম্পানী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলী আজগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক ইকবাল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, পৌর যুবদলের এম এম টুটুল পাটওয়ারী, মোহাম্মদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সবুর পাটওয়ারী, পৌর মহিলা দলের নেত্রী পারুল বেগমসহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাপাদক রফিকুল ইসলাম পাটওয়ারী, পৌর যুবদল নেতা শাওন পাঠান, কৃষ্ণকমল, ছাত্রদল নেতা মনির হোসেন, রাশেদ বেপারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সম্পন্ন হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে দুই বাড়ী থেকে উদ্ধারকৃত সরকারি ৮০ বস্তা চাল নিলামে বিক্রি চাঁদপুরের শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন  রিজভীর স্বাক্ষর জাল করে কচুয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত মৈশাদিতে নিজ অর্থে বাড়ী করেও নির্যাতন ও হুমকীর শিকার প্রবাসী পরিবার চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিলে  আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হাজীগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটি অনুমোদন দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন কচুয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি নিয়ে সর্তকবার্তা জেলা বিএনপির হাজীগঞ্জে মাদক সেবন ও পরিবহনের অভিযোগে তিন যুবকের কারাদণ্ড বাংলাদেশের ক্লান্তিকালে বিএনপিই প্রতিবার হাল ধরেছে: ইঞ্জি. মমিনুল হক জমিরীয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিল সম্পন্ন নোয়াখালীতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান নিখোঁজ মুনতাহার সন্ধান মেলেনি ছয় দিনেও ফরিদগঞ্জে প্রেমিকার জন্য দুই কিশোরের আত্মহত্যা! মাদরাসা থেকে বাড়ি ফেরা হলো না সাত বছরের হুমায়রার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশ কমিয়েছে আদানি শুটিং সেটে আহত শাকিব খান