হাজীগঞ্জে দাফনকারীদের সরঞ্জাম ক্রয়ে অংশগ্রহন করলেন প্রবাসী নুরে আলম রিন্টু
‘বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত’ শ্লোগানকে সামনে রেখে পপুলার বিডিনিউজ ডটকমে ‘বলিয়া দুই জনের মৃত্যু, দাফন কারীদের সরঞ্জাম সংকট’ প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক সাড়া পড়েছে।
বুধবার সকালে প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি সুদূর মালদ্বীপ থাকা নুরে আলম রিন্টু দৃষ্টিতে পড়ে। তিনি বৃহস্পতিবার সকালে সরঞ্জাম ক্রয় করার জন্য ৫ হাজার টাকা পাঠান।
দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গনে হাজীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃতদের দাফনকারী দলের সদস্য শিক্ষক শরীফুল হাসানের হাতে ওই অর্থ পৌঁছে দেয়া হয়।
প্রবাসী নুরে আলম রিন্টুর পক্ষে ওই সরঞ্জাম ক্রয়ের জন্য নগদ অর্থ তুলে দেন সাংবাদিক খালেকুজ্জামান শামীম ও পপুলার বিডিনিউজ ডটকমের এডিটর-ইন-চিফ মনিরুজ্জামান বাবলু।
ওইসময় শিক্ষক শরীফুল হাসান প্রবাসী নুরে আলম রিন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মৃতদেহ দাফনের জন্য যে সরঞ্জামাদি প্রয়োজন, তা একেবারে সংকট দেখা দিয়েছে। তাই আমরা সহযোগিতা চেয়েছি। সাড়াও পাচ্ছি।