শুক্রবার শুরু হচ্ছে চাঁদপুরে চরমোনাইর নমুনায় তিন দিনব্যাপী মাহফিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৫, ২০২৪ | ৯:৪২
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৫, ২০২৪ | ৯:৪২
Link Copied!
শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে শুরু হচ্ছে চরমোনাইর নমুনায় চাঁদপুরে সর্ববৃহৎ তিন দিনব্যাপী মাহফিল। এই মাহফিল কে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শেষ হওয়ার পথে। ধারণা করা হচ্ছে চাঁদপুরের সর্ববৃহৎ মাহফিল হবে এটি।
চাঁদপুর শহরের পুরান বাজার স্টার আল-কায়েদ জুট মিলস সংলগ্ন বালুর মাঠে আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর শুক্র, শনি ও রবিবার ৩ দিন ব্যাপী ঐতিহাসিক চরমোনাইর নমুনায় এই মাহফিলের আয়োজন করছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখা।
মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন মাহফিলের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে জানান, মাহফিলে আগত মুসল্লীদের মাহফিল শোনার সুবিধার্থে ইতিমধ্যে মাঠে প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে। বৃহৎ পরিসরে অযু-গোসল ও খাওয়ার জন্য বিশুদ্ধ পানির পাম্প বসানো সম্পন্ন হয়েছে। ব্যাপক জনসমাগমের কথা বিবেচনায় পর্যাপ্ত অজুখানা, টয়লেট ও বাথরুম নির্মান করা হয়েছে। প্রতিদিন প্রায় একশ সেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে।
মাহফিল মাঠে আগত মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক বিষয়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিজস্ব স্বেচ্ছাসেবক নিরাপত্তা টিম সহ পুলিশ কন্ট্রোল রুম, হারানো ক্যাম্প, এম্বুলেন্স সুবিধা সহ প্রাথমিক চিকিৎসা সেবা মেডিক্যাল ক্যাম্প, নিরাপত্তা ক্যাম্প (প্রশাসনিক ও সেচ্ছাসেবী)। রয়েছে প্রায় ৩ শতাধিক সেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মী।
মাহফিলে আগত দেশবরেণ্য ওলামা মাশায়েখের জন্য নির্মাণ করা হয়েছে বিশ্রামাগার ও বিশাল আকারের মেহমানখানা। মুসল্লীদের সার্বিক সুবিধার্থে ১ লক্ষ বর্গফুটের বিশাল পেন্ডেলসহ থাকছে শতাধিক সাউন্ড সিস্টেম। নিরাপত্তার জন্য থাকছে সিসি টিভির বেস্টনীসহ আধুনিক সকল ব্যবস্থাপনা।
মাহফিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, ৮ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের মাহফিলের কার্যক্রম শুরু হবে। জুমার নামাজের পর উদ্ভোধনী বয়ান করবেন নায়েবে আমিরুল মুজাহিদীন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
দ্বিতীয় দিন মাহফিলে আসবেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এরপর তিনি মাহফিলের শেষ দিন দুপুরে চাঁদপুরের ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। পরে ১১ নভেম্বর সোমবার সকালে আখেরী বয়ান ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করা হবে।
মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নুরুল আমিন সাহেব জানান, বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকাল থেকেই জেলার প্রতিটি এলাকা থেকে কাফেলাবদ্ধ সাধারণ মুসল্লিদের আগমনের ব্যাপকতা ঘটবে।
মাহফিলে ব্যাপক মুসল্লী উপস্থিতির কথা বিবেচনা করেই সকল ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মাহফহিল কতৃপক্ষ। মাহফিলকে ঘিরে চলছে জেলার সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও রেকর্ডেড পাবলিসিটি ।
৩ দিন ব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় শতাধিক দেশবরেণ্য ওলামা মাশায়েখ উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।
মাহফিল সফলতার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, আইএবি ও সকল সহযোগি সংগঠনের জেলা শহর এবং স্থানীয় দায়িত্বশীল, কর্মী, সদস্যবর্গ ও স্থানীয় এলাকাবাসী।
শান্তিপূর্ণ এই মাহফিলে ইসলাম, দেশ ও মানবতাবাদী চাঁদপুরবাসী ও সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকতে বিশেষভাবে আহবান করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ আজ চাঁদপুর হানাদার মুক্ত দিবস, নেই কোন কর্মসূচি মতলবে আগুনে পোড়া অজ্ঞাত এক নারীর মৃতদেহ অবৈধভাবে মাটি তোলায় যুবদলের নেতার ৭ দিনের কারাদণ্ড কচুয়া পৌরসভার সামনে সড়কের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শাহরাস্তিতে জামিয়া ইসলামিয়া বশির উল্লাহ আরিফা খাতুন মাদ্রাসার উদ্বোধন শাহরাস্তির শোরসাক রাগৈবিল ভাসমানপাম্প পরিচালনা কমিটি ঘোষণা আগামী দিনের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর: এনডিপি চেয়ারম্যান আবু তাহের সাড়ে ৫ বছরে ১২ হাজার বই উপহার দিয়েছে চর্ষাপদ সাহিত্য একাডেমি ‘জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোন ধরণের বৈষম্য থাকবে না’ মতলব উত্তরে ৯০ পিস ইয়াবা ও গাঁজাসহ পৃথক ঘটনায় আটক ২ শাহরাস্তি থেকে ৭৭৫ কেজি পলিথিন জব্দ, ১৮ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে বিএনপির নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির মানববন্ধন চাঁদপুরে পবিত্র কোরআনের আলো’র অডিশন অনুষ্ঠিত তৃণমূলের কর্মীরাই বিএনপি’র অমূল্য সম্পদ: শরীফ মো. ইউনুস শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক, চালকদের সাথে পুলিশের  মতবিনিময় ফরিদগঞ্জের শাশিয়ালী মাদ্রাসার ৯৬তম বার্ষিক মাহফিল চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো ফরিদগঞ্জে আকস্মিক আগুনে পুড়লো বসতঘর