শূন্য হলো ইসির চার গুরুত্বপূর্ণ পদ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৬, ২০২৪ | ৫:৪২
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৬, ২০২৪ | ৫:৪২
Link Copied!

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এনআইডির ডিজিকে ওএসডি করার ফলে শূন্য হয়ে গেল নির্বাচন কমিশনের (ইসি) চার গুরুত্বপূর্ণ পদ।

বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এনআইডি ডিজিকে ওএসডি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. মাহবুব আলম তালুকদার, মহাপরিচালক ও অতিরিক্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব), নির্বাচন কমিশন সচিবালয় জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

ইসি কর্মকর্তারা জানান, এনআইডি মহাপরিচালকের ওএসডির ফলে শীর্ষ দুই পদ শূন্য হয়ে গেছে। এ ছাড়া, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিবের দুটি পদ খালি রয়েছে। এনআইডি মহাপরিচালক সচিবালয়ের অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত সচিবেরও দায়িত্ব পালন করে আসছিলেন।

উনার ওএসডির ফলে সচিবালয়ের মোট চারটি শীর্ষ পদ খালি হয়ে গেছে। এখন স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটবে।

এর আগে চলতি বছরের পহেলা এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ দেয় সরকার।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সম্পন্ন হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে দুই বাড়ী থেকে উদ্ধারকৃত সরকারি ৮০ বস্তা চাল নিলামে বিক্রি চাঁদপুরের শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন  রিজভীর স্বাক্ষর জাল করে কচুয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত মৈশাদিতে নিজ অর্থে বাড়ী করেও নির্যাতন ও হুমকীর শিকার প্রবাসী পরিবার চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিলে  আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হাজীগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটি অনুমোদন দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন কচুয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি নিয়ে সর্তকবার্তা জেলা বিএনপির হাজীগঞ্জে মাদক সেবন ও পরিবহনের অভিযোগে তিন যুবকের কারাদণ্ড বাংলাদেশের ক্লান্তিকালে বিএনপিই প্রতিবার হাল ধরেছে: ইঞ্জি. মমিনুল হক জমিরীয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিল সম্পন্ন নোয়াখালীতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান নিখোঁজ মুনতাহার সন্ধান মেলেনি ছয় দিনেও ফরিদগঞ্জে প্রেমিকার জন্য দুই কিশোরের আত্মহত্যা! মাদরাসা থেকে বাড়ি ফেরা হলো না সাত বছরের হুমায়রার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশ কমিয়েছে আদানি শুটিং সেটে আহত শাকিব খান