মামলার কারন জানেন না অপু বিশ্বাস!

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৪ | ২:০৩
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৪ | ২:০৩
Link Copied!

প্রতারণার অভিযোগে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় আসামি করা হয়েছে হিরো আলম ও জাহিদুল ইসলামকে। গত ২৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেছেন প্রযোজক সিমি ইসলাম কলি। কিন্তু অপু বিশ্বাস জানালেন, এ বিষয়ে কিছু জানেনই না তিনি।

সেই প্রযোজকের দাবি, তার নিজের ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সাধারণ ডায়েরি ও প্রযোজক সমিতির মাধ্যমে সুরাহা করার চেষ্টা করা হয়েছিল। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েও নাকি কথা রাখেননি অপু বিশ্বাস।

এর আগে চলতি বছরের ২৮ জানুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন সিমি। বিষয়টি জানাজানি হলে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসেন হিরো আলম। দুই পক্ষের সঙ্গে কথা বলে এর সমাধান করার আশ্বাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

সিমির অভিযোগ, চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ টাকা চাওয়া হয় তার কাছে। জানানো হয় অপু বিশ্বাসের পক্ষ থেকে এটি চাওয়া হয়েছে। দর-কষাকষির পর চ্যানেলটি ফিরে পাওয়ার আশায় হিরো আলমকে ৫ লাখ টাকা দেন সিমি। টাকা পেয়ে চ্যানেলটি ফিরিয়ে দেন তারা। কিন্তু সিমি দেখতে পান, তার চ্যানেলে থাকা আগের ভিডিওগুলো নেই।

এ নিয়ে পরে কোনো সমাধান না মেলায় অপু বিশ্বাস, হিরো আলম ও জাহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন প্রযোজক সিমি।

এ বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তার একান্ত বক্তব্যে, ‘এটা তো অনেক আগের ঘটনা। উনি (কলি) এখন আবার কোথা থেকে এসব করলেন, সেটা বুঝতে পারছি না। আমি সাংবাদিকদের মাধ্যমেই খবরটা শুনলাম। এ বিষয়ে আমি অবগত নই। আমি এসব দেখি না। আমার অ্যাডমিন বিষয়গুলো দেখে থাকে।’

বিজ্ঞাপন

সিমি ইসলাম কলির মামলার পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেবেন কি না, এ বিষয়ে অপু বলেন, ‘এখন সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা এমনিতেই শোচনীয়। এ সময়ে এসব বিষয় নিয়ে কেন বিতর্ক কেন সৃষ্টি করছে, বুঝতে পারছি না। ওর সঙ্গে কথা বলে দেখি, হঠাৎ কেন এত কষ্ট পেল। কথা বলার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সম্পন্ন হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে দুই বাড়ী থেকে উদ্ধারকৃত সরকারি ৮০ বস্তা চাল নিলামে বিক্রি চাঁদপুরের শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন  রিজভীর স্বাক্ষর জাল করে কচুয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত মৈশাদিতে নিজ অর্থে বাড়ী করেও নির্যাতন ও হুমকীর শিকার প্রবাসী পরিবার চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিলে  আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হাজীগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটি অনুমোদন দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন কচুয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি নিয়ে সর্তকবার্তা জেলা বিএনপির হাজীগঞ্জে মাদক সেবন ও পরিবহনের অভিযোগে তিন যুবকের কারাদণ্ড বাংলাদেশের ক্লান্তিকালে বিএনপিই প্রতিবার হাল ধরেছে: ইঞ্জি. মমিনুল হক জমিরীয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিল সম্পন্ন নোয়াখালীতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান নিখোঁজ মুনতাহার সন্ধান মেলেনি ছয় দিনেও ফরিদগঞ্জে প্রেমিকার জন্য দুই কিশোরের আত্মহত্যা! মাদরাসা থেকে বাড়ি ফেরা হলো না সাত বছরের হুমায়রার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশ কমিয়েছে আদানি শুটিং সেটে আহত শাকিব খান