দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মতলবে হতদরিদ্র অটোবাইক চালকের বসত ঘর পুড়ে ছাই

মাহফুজ মল্লিক
আপডেটঃ এপ্রিল ১১, ২০২৩ | ৭:৫৬
মাহফুজ মল্লিক
আপডেটঃ এপ্রিল ১১, ২০২৩ | ৭:৫৬
Link Copied!

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উত্তর বহরী গ্রামে অগ্নিকাণ্ডে এক অসহায় পরিবারের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার দুপুর আনুমানিক সোয়া বারেটায় ওই গ্রামের হান্নান সরকারের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সে একজন অটোবাইক চালক। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী দুলাল পাঠান, ইয়াসিনসহ আরো ৪/৫ জন জানায়, ঘরের মালিক হান্নান সরকারের স্ত্রী তার চার বছরের সন্তানকে ঘরের ভিতর ঘুমিয়ে রেখে পুকুরে গোসল করতে গিয়েছিল। ঠিক ওই মুহুর্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডটি ঘটে এবং মুহূর্তের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ডাকচিৎকার দিলে পুকুরের ঘাটলায় থাকা হান্নানের স্ত্রী দৌড়ে এসে তার শিশু সন্তানকে ঘর থেকে উদ্ধার করে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় আধাঘন্টা পর মতলব দক্ষিণ উপজেলা ফায়ার স্ট্যাশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসত ঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ঘরের মালিক হান্নান সরকার বলেন,কর্মের তাগিদে তিনি অটোবাইক নিয়ে মতলবে ছিলেন। তার স্ত্রী ফোন করে জানানোর পর সাথে সাথে বাড়ীতে এসে দেখতে পায় স্ত্রী সন্তানদেরকে নিয়ে থাকার একমাত্র ঘরটির কোন নিসানাই নেই। শুধু আগুনের কয়লা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগুনে ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা এবং ফ্রিজ,আসবাবপত্র সহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন খোলা আকাশের নীচে ছাড়া কোথাও বসবাসের ঠাঁই নেই।

উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল গাজী বলেন,আমি যখন মতলব দক্ষিণ উপজেলা পরিষদে সরকারি একটি মিটিংয়ে ছিলাম। হঠাৎ করে এলাকা থেকে একজন ফোনে জানায় হান্নান সরকারের বসত ঘরে আগুন লেগেছে। সাথে সাথে তিনি মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয়।

এদিকে তিনিও দ্রুত সময়ের মধ্যে এসে দেখতে পায় মাত্র ২০ মিনিটের মধ্য আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। গরীব অসহায় হান্নান সরকারের আর কোন ঠাঁই না থাকায় তিনি ব্যক্তিগত ভাবে পরিবারটিকে ১৫০ কেজি চাল এবং পরিষদের পক্ষ থেকে ৬০০০ টাকা অনুদান প্রদান করা হয় এবং তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আস্বস্ত করে বলেন,চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের সাথে যোগাযোগ করে পূর্নবাসনের ব্যবস্থা করে দিবেন।

এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও এ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়াঁনোর জন্য অনুরোধ জানিয়েছেন।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জামায়াতে ইসলামীর জেলা কমিটি গঠন হাজীগঞ্জে ১৩৯০ কেজি পলিথিন জব্দ: দু’জনের কারাদণ্ড কচুয়ায় স’মিল মিস্ত্রী আলমগীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি পদে বিল্লাল হোসেন বিজয়ী সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা : সংস্কৃতি উপদেষ্টা নতুন রূপে ‘ব্যাচেলরের ইভা’ টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা ইমরুলের তৌহিদ আফ্রিদির ‘বিয়ের ছবি’ ভাইরাল পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ জীবনধারার পরামর্শ ড. ইউনূসের দুর্নীতি তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সত্যানুসন্ধান কমিটি তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সম্পন্ন হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে দুই বাড়ী থেকে উদ্ধারকৃত সরকারি ৮০ বস্তা চাল নিলামে বিক্রি চাঁদপুরের শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন  রিজভীর স্বাক্ষর জাল করে কচুয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত মৈশাদিতে নিজ অর্থে বাড়ী করেও নির্যাতন ও হুমকীর শিকার প্রবাসী পরিবার চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিলে  আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হাজীগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটি অনুমোদন দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন