চাঁদপুরের ত্রিমোহনায় নৌকাডুবিতে নববধূসহ নিখোঁজ দুই, উদ্ধার ৪ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৪ | ১১:০৫
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৪ | ১১:০৫
Link Copied!
চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর ত্রিমোহনায় নৌকা ডুবির ঘটনায় নববধূসহ নিখোঁজ দুই নারী।  মাঝিসহ চারজনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনিয়া আক্তার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পুরানবাজার এলাকা থেকে চাঁদপুর মোলহেডে আসার পথে স্রোতে কবলিত হয় তাদের যাত্রীবাহী নৌকা। এ ঘটনায় নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) ও নিকটাত্মীয় সেতু (৩০) নিখোঁজ রয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, নৌকা ডুবির সাথে সাথে নববধূর স্বামী  দক্ষিণ কোরিয়া প্রবাসী নাঈম (৩৫), তার বন্ধু মাজহারুল (৩৩),  নিকটাত্মীয় মুনিয়া (২৬) ও নৌকার মাঝিকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনজনই আশংকামুক্ত বলে জানান চিকিৎসক। তারা সবাই মতলব দক্ষিণ উপজেলার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। আর নিখোঁজ সেতু চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা।
নাঈমের বাবা জাহাঙ্গীর আলম জানান, দুই মাস আগে তার ছেলে প্রবাস থেকে এসে বিয়ে করেন। তারা ঘুরতে বেরিয়েছিল। আমার সাজানো সংসার শেষ হয়ে গেলো।
চাঁদপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মুনিরুজ্জামান মনির বলেন, ঘটনাস্থলে নৌ-ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড রয়েছে।  নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস