কুমিল্লায় ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বরদেশীয়া সবুজ পাড়া গ্রামের পারভেজ মোল্লার ছেলে মোঃ রিফাত হোসেন সুমন(২১)।
পৃথক অন্য আরেকটি অভিযানে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কোর্টবাড়ী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ নারায়নগঞ্জ জেলার বন্দর থানার বন্দর লেদার্স গ্রামের মোঃ মতিয়ার রহমান এর ছেলে মোঃ বিল্লাল হোসেন রনি(২৮)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্ততে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।