হাজীগঞ্জে ভাংচুর মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
হাজীগঞ্জে ভাংচুরের মামলায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাঈনুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের একদিন আগে হাজীগঞ্জ বাজারে দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন একটি শো-রোমের মালিক সেলিম মিয়া।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, অজ্ঞাত আসামিদের মধ্যে তাকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।