প্রেমের টানে নোয়াখালীতে মালয়েশিয়ান তরুণী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১, ২০২৩ | ২:৪১
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১, ২০২৩ | ২:৪১
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জের প্রেমিক ফরহাদ হোসেনের (২৬) টানে সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছেন স্মৃতি আয়েশা বিন রামাসামি (২২)। গত ২৫ জুন আদালতের মাধ্যমে তারা বিয়ে করেন। এখন এ দম্পতিকে দেখতে ফরহাদের বাড়িতে ভিড় করছে এলাকাবাসী।

ফরহাদ হোসেন বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার কবির হোসেনের ছেলে এবং স্মৃতি আয়েশা বিন রামাসামি মালয়েশিয়ার লাডাং হোপফুল এলাকার বাসিন্দা।

 

বিজ্ঞাপন

ফরহাদ হোসেন বলেন, প্রায় পাঁচ বছর মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজ করার পর চলতি বছর দেশে চলে আসি। মালয়েশিয়ার লাডাং হোপফুল এলাকার একটি কোম্পানিতে চাকরির সুবাদে কর্মক্ষেত্রে পরিচয় ও পরে স্মৃতির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

তিনি আরও বলেন, একপর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। পরে গত ২৪ জুন স্মৃতি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে। পরদিন পরিবারের সম্মতিতে মুসলিম রীতি অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে বিয়ে করি। ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পাওয়ায় আমরা দুজনই খুব খুশি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

বিজ্ঞাপন

নববধূ স্মৃতি আয়েশা বিন রামাসামি বলেন, ফরহাদকে প্রথম দেখেই আমি ভালোবাসে ফেলি। বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। এখানকার পরিবেশ, আতিথেয়তা ও সবার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। ফরহাদের পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছেন। সবাইকে পেয়ে আমি ভীষণ খুশি।

 

ফরহাদের বাবা কবির হোসেন বলেন, বিদেশি পুত্রবধূকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। সে কিছু কিছু বাংলা শেখার চেষ্টা করছে। তাকে দেখার জন্য আত্মীয়-স্বজন ও এলাকাবাসী আমাদের বাড়ি আসছে। সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছি। ভীষণ ভালো লাগছে।

 

চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ বলেন, আমার এলাকার একটি ছেলের টানে সুদূর মালয়েশিয়া থেকে তরুণী ছুটে এসেছে। বিষয়টি স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকেই এই দম্পতিকে দেখতে তাদের বাড়িতে ভিড় করছেন। তাদের সুবিধা-অসুবিধা দেখার দায়িত্ব আমাদের।

সূত্র:সময় টিভি

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সম্পন্ন হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে দুই বাড়ী থেকে উদ্ধারকৃত সরকারি ৮০ বস্তা চাল নিলামে বিক্রি চাঁদপুরের শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন  রিজভীর স্বাক্ষর জাল করে কচুয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত মৈশাদিতে নিজ অর্থে বাড়ী করেও নির্যাতন ও হুমকীর শিকার প্রবাসী পরিবার চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিলে  আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হাজীগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটি অনুমোদন দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন কচুয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি নিয়ে সর্তকবার্তা জেলা বিএনপির হাজীগঞ্জে মাদক সেবন ও পরিবহনের অভিযোগে তিন যুবকের কারাদণ্ড বাংলাদেশের ক্লান্তিকালে বিএনপিই প্রতিবার হাল ধরেছে: ইঞ্জি. মমিনুল হক জমিরীয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিল সম্পন্ন নোয়াখালীতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান নিখোঁজ মুনতাহার সন্ধান মেলেনি ছয় দিনেও ফরিদগঞ্জে প্রেমিকার জন্য দুই কিশোরের আত্মহত্যা! মাদরাসা থেকে বাড়ি ফেরা হলো না সাত বছরের হুমায়রার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশ কমিয়েছে আদানি শুটিং সেটে আহত শাকিব খান