মতলব দক্ষিণে ছয় প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নারায়ণপুর বাজারের চারটি ডায়াগনস্টিক সেন্টার, একটি হাসপাতাল ও একটি ফার্মেসীকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নির্ধারিত মূল্যের চাইতে দাম বেশি রাখায় নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে আট হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে আট হাজার টাকা, মীম ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা, আধুনিক ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় শেখ ফার্মেসিকে তিন হাজার টাকা ও ম্যাক্স ডিজিটাল হাসপাতালকে পাঁচ হাজার টাকা’সহ মোট ৪৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ভঙ্গ করার দায়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।