হাজীগঞ্জে বোরো ধান রোপণ নিয়ে হামলায় শ্রমিক নিহত
হাজীগঞ্জে বোরো ধান রোপা নিয়ে হামলার ঘটনায় সেলিম কবিরাজ (৪৫) নামের একজন নিহত হয়েছে । এ ঘটনায় দুইজন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ১১ হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ্বর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
সেলিম কবিরাজের ভাই নবীর হোসেন জানান, একই গ্রামের কাজী বাড়ির আজিজ কাজীর ফসলী জমিতে বোরোধান রোপনের জন্য তাদেরকে বলা হয়। তারা চার ভাই মাঠে গিয়ে দেখেন কাজী বাড়ির চান মিয়া, নুরু মিয়াসহ কয়েকজন কাজ করছেন। এ নিয়ে জমির মালিক ও শ্রমিকদের সাথে বাক-বিতন্ডার জেরে একাধিকবার হামলার ঘটনা ঘটে। শুক্রবার জুমার নামাজের পর ওই হামলায় সেলিম কবিরাজ মারা যান। এ ঘটনায় আহত হন তার চাচী রাজিয়া খাতুন (৫০) । তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তার আরেক ভাই প্রাথমিক চিকিৎসা নেয়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন,এ ঘটনায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রাথমিকভাবে কয়েকজনক জিজ্ঞাসাবাদ চলছে । পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।