চাঁদপুরে ৩৫ কেজি জাটকা জব্দ: ২ ব্যবসায়ীর জরিমানা
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার থেকে ৩৫ কেজি জাটকা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সাথে জাটকা মাছ বিক্রয় করার দায়ে ২ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বাজারের পশ্চিম বাজার বালুর মাঠের মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান নেতৃত্ব দেন।
তিনি জানান, জাটকা মাছ ধরা, ক্রয় করা ও বিক্রয় করা নিষেধ। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা জাটকা মাছ বিক্রয় করে। আজকের অভিযানে ২ জন ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা ও ৩৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জাটকা মাছ বিক্রয়কারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ওই সময় হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম শাহীন হোসেন, ক্ষেত্র সহকারী (ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প) নওরীন দীনা মোস্তারিন ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রউফ সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।