অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠনের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রিফাই

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৫ | ৭:২৮
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৫ | ৭:২৮
Link Copied!

চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন অঙ্গনা ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, সাধারণ সম্পাদক হাসান আল জায়েদ রিফাই। বৃহস্পতিবার নিউ টাক রোড বটতলা সফু কোম্পানির এস্টেটে ক্লাবের সাবেক বর্তমান খেলোয়ার কর্মকর্তাদের উপস্থিতিতে সকলের সর্বসম্মতিতে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সদস্য এবং জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাংবাদিক মোঃ সালাহউদ্দিন খান। কোরআন তেলাওয়াতের পরে সাংবাদিক সালাহউদ্দিন খান অঙ্গনা ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর কবীর খান, সাবেক সভাপতি শফিক সরকার, সাবেক ক্রিকেটার রিয়াজ এবং আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইমরান খান মৃত্যুতে সভায় শোক প্রস্তাব আনেন।
এসময় বক্তব্য রাখেন – ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মিজানুর রহমান খান লিটন, সাবেক খেলোয়াড় শেখ সোহেল, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ গাউসুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কালাম পাঠান, ১২ নং ওয়ার্ডের তরুন সামাজিক ও ক্রীড়া সংগঠক এবং শিক্ষানবিশ আইনজীবী – মো: মেহেদী হাসান খান জনি।

নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেন খান অসুস্থতার কারণে ভারতের চিকিৎসারত থাকায় সভায় উপস্থিত হতে পারেননি। তাই নির্বাচিত সাধারন সম্পাদক হাসান আল জায়েদ রিফাইকে সবাই ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। সভায় নবাগত সম্পাদকের বক্তব্য হাসান আল জায়েদ রিফাই বলেন, এই অঙ্গনা ক্লাব দিয়েই আমার ক্রিকেট শুরু এবং শেষ। জাহাঙ্গীর ভাই ক্লাবের ব্যাপারে খুব নিবেদিত ছিলেন। তিনি ক্রিকেট খেলাটাকে খুব বেশি ভালবাসতেন। অনেক কষ্ট করেছেন এ ক্লাবের জন্য। তাই অঙ্গনার সাবেক খেলোয়ার হিসেবে ক্লাবের উন্নয়নের জন্য সবাইকে সাথে নিয়ে কাজ করব। মাদক মুক্ত সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। চাঁদপুর শহরের এ গুরুত্বপূর্ণ এলাকার কিশোর, তরুণরা যেন খেলায় মনোনিবেশ করতে পারে সেজন্য আমরা সচেষ্ট থাকবো।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান লিটন বলেন, ক্লাবের স্থানীয় কার্যালয় এখন খুব গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে। এত প্রাচীন একটি ক্লাবের স্থানীয় কার্যালয়ে নাই যা খুবই দুঃখজনক। ১৯৮৬ সালে আমরা কয়েকজন এ ক্লাবটিকে প্রতিষ্ঠা করি। ক্লাবের নামকরণের সাথে বাস্তবিক আমাদের কাজের অনেক মিল ছিল। অঙ্গনা সাহিত্য-সংস্কৃতিক ক্রিয়া সংগঠন সাহিত্য ক্ষেত্রে এবং অসহায়দের পড়াশোনার জন্য ভূমিকা রেখেছিল সেসময়। ক্লাবের একটি নির্দিষ্ট জায়গা ছিল। আমি প্রভাসে চলে যাওয়ার পর এসে দেখি একটি চক্র ক্লাবের জায়গাটি দখল করে নিয়েছে। এ পর্যন্ত ক্লাবটি পরিচালনা করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে।
ক্রীড়া সংগঠক কবির খানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন – ক্লাবের সদস্য সফিক খান, মোঃ মোস্তফা কামাল, মোহাম্মদ মাহবুবুর রহমান অপু, মোঃ মহসিন পাটোয়ারী, মোহাম্মদ বদিউজ্জামান মুন্না,
মোঃ টিপু খান, মোহাম্মদ নূরুন্নবী, নুরুল আমিন সরকার সোহাগ, মো: মেহেদী হাসান খান জনি, মোহাম্মদ ওমর ফারুক রিপন খান, আলিফ ইব্রাহিম খুকু, মাজহারুল হক বাবু, মাসুদ আহমেদ আখন্দ, মো : শিবলু খান, মোস্তাফিজুর রহমান বাবু, মোহাম্মদ কাউছার তালুকদার,নির্মল চন্দ্র দাস, স্বপন দাস,মোহাম্মদ মোস্তফা ঢালি, মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, মোঃ শওকত খান, মোঃ মাহবুব খান, মোহাম্মদ হাবিবুর রহমান, মোঃ মমিন, শামসুল ইসলাম, খালেক মোল্লা, বোরহান ভূঁইয়া, আবুল হাসান, মোঃ ফয়সাল, মোহাম্মদ জুয়েল সরকার, মোহাম্মদ আনিসুল কবির, আবু সাঈদ, সোহাগ খান প্রমুখ।
সভা শেষে অঙ্গনা ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর কবীর খান মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তফা কামাল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে অবৈধ ৪ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও নির্বাহী কমিটির সভাপতি জসিম শেখ পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট ৫ম আসর উদ্বোধন গৃদকালিন্দিয়া ডিগ্রি কলেজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ফরিদগঞ্জে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মেধাবৃত্তি প্রদান  চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক তিন চাঁদপুর দুদক কার্যালয়ে তলব, লিখিত জবাব দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিক চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট জহির গ্রেফতার চাঁদপুরে ওষুধ কোম্পানীর প্রতিনিধির মরদেহ উদ্ধার অবৈধ সম্পদ: স্ত্রী-পুত্রসহ আসামি সাবেক মন্ত্রী শাজাহান খান ২২ কোটি ২০ লাখের নেইমার এখন ১ কোটি ৫০ লাখ রাজধানীর ৬ খাল সংস্কার কাজের উদ্বোধন করলেন তিন উপদেষ্টা দোকান থেকে বাসায় ফেরা হলো না মরিয়মের একনেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প পাস দাবি-দাওয়ার নামে দেশে চলছে ষড়যন্ত্র: তারেক রহমান চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক জয়নাল গ্রেপ্তার ফরিদগঞ্জের রেনেসাঁ মডেল একাডেমির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ পাইকপাড়া উত্তর ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে শীতের উপহার সামগ্রী বিতরণ অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠনের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রিফাই প্রকাশিত হলো সুজন আরিফের ২য় কাব্যগ্রন্থ ′বিপরীত চাঁদের মুখ′