প্রকাশিত হলো সুজন আরিফের ২য় কাব্যগ্রন্থ ′বিপরীত চাঁদের মুখ′

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৫ | ৭:০৯
মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৫ | ৭:০৯
Link Copied!

অমর একুশে গ্রন্থমেলা যা ব্যাপকভাবে পরিচিত একুশে বইমেলা নামে। স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম হলো এ বই মেলা। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলা জুড়েই দেশের বিখ্যাত ও বরেন্দ্র সকল লেখকদের নতুন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

অমর একুশে বইমেলা ২০২৫-এ শিক্ষক সুজন আরিফের দ্বিতীয় কাব্যগ্রন্থ বিপরীত চাঁদের মুখ প্রকাশিত হয়েছে।

সুজন আরিফ ১৯৮৮ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত মো.বাবুল মিয়া ও মাতা মমতাজ বেগম।

বিজ্ঞাপন

শিক্ষা জীবনে তিনি হাজীগঞ্জ মডেল কলেজের মানবিক বিভাগ থেকে ২০০৪ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০৮ সালে অনার্স ও ২০০৯ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

বৈবাহিক জীবনে সুজন আরিফ ২০১৯ সালে কক্সবাজারের একটি বেসরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নূরে তানজিলা টিকলি’র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি এক কন্যা সন্তানের জনক।

সুজন আরিফ একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার ও চলচ্চিত্র বিশ্লেষক। গবেষণার ক্ষেত্রেও তিনি কৃতিত্বের পরিচয় দিচ্ছেন।ইতিমধ্যে দেশের বিভিন্ন পত্রিকায় তাঁর গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। শ্রেণিকক্ষে মুগ্ধতা ছড়ানো এ শিক্ষক বাংলা সাহিত্যের জটিল বিষয়াবলীর উপস্থাপনে অত্যন্ত দক্ষতার পরিচয় রেখে যাচ্ছেন।

বিজ্ঞাপন

কিন্তু নিজেকে শামুকের মতো গুটিয়ে রাখতে পছন্দ করেন বলে কবি সুজন আরিফের লেখার পরিমাণের চেয়ে প্রকাশের পরিমাণ খুবই কম।বই প্রকাশের ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে হওয়ায় তাঁর এ পর্যন্ত প্রকাশিত বই মাত্র একটি।প্রচারবিমুখ এই কবির প্রথম কাব্যগ্রন্থ ” খুন ও ক্ষরণের কাল” প্রকাশিত হয় ২০২৩ সালে। যদিও দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখছেন। সমকালীন অবক্ষয় রীতিমতো নিমন্ত্রিত হয়ে আগুন ছড়ায় সুজন আরিফের কবিতায়।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে অবৈধ ৪ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও নির্বাহী কমিটির সভাপতি জসিম শেখ পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট ৫ম আসর উদ্বোধন গৃদকালিন্দিয়া ডিগ্রি কলেজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ফরিদগঞ্জে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মেধাবৃত্তি প্রদান  চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক তিন চাঁদপুর দুদক কার্যালয়ে তলব, লিখিত জবাব দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিক চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট জহির গ্রেফতার চাঁদপুরে ওষুধ কোম্পানীর প্রতিনিধির মরদেহ উদ্ধার অবৈধ সম্পদ: স্ত্রী-পুত্রসহ আসামি সাবেক মন্ত্রী শাজাহান খান ২২ কোটি ২০ লাখের নেইমার এখন ১ কোটি ৫০ লাখ রাজধানীর ৬ খাল সংস্কার কাজের উদ্বোধন করলেন তিন উপদেষ্টা দোকান থেকে বাসায় ফেরা হলো না মরিয়মের একনেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প পাস দাবি-দাওয়ার নামে দেশে চলছে ষড়যন্ত্র: তারেক রহমান চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক জয়নাল গ্রেপ্তার ফরিদগঞ্জের রেনেসাঁ মডেল একাডেমির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ পাইকপাড়া উত্তর ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে শীতের উপহার সামগ্রী বিতরণ অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠনের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রিফাই প্রকাশিত হলো সুজন আরিফের ২য় কাব্যগ্রন্থ ′বিপরীত চাঁদের মুখ′