এসডিএস এর আর্থিক সহায়তা পেলো চাঁদপুর ও লক্ষীপুরে বন্যার্তরা

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৪ | ৪:৩৭
মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৪ | ৪:৩৭
Link Copied!
শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি অর্থাৎ এসডিএস এর নিজস্ব তহবিল হতে আর্থিক সহায়তা পেলো চাঁদপুরের ২টি ও লক্ষীপুরের ১টি উপজেলার বন্যার্তরা। এই সহায়তার আওতায় এসেছে নারী পুরুষ মিলিয়ে ১ হাজার জন। যাদের প্রত্যেককেই নগদ ২ হাজার করে টাকা দেয়া হয়েছে।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী ক্ষতিগ্রস্থ উপজেলায় ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্তদের হাতে এই আর্থিক সহায়তা দেয়া হয়। এরমধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাইমচরের ৭শ’ লোক এবং লক্ষীপুরের রায়পুরের ৩শ’ লোককে নগদ এই অর্থ স্ব স্ব উপজেলার ইউএনও এর উপস্থিতিতে দেয়া হয়।
এ বিষয়ে এসডিএস এর পরিচালক বি এম কামরুল ইসলাম বলেন, আমরা সাধ্যমতো বন্যার্তদের হাতে মানবিকতার হাত বাড়িয়ে দিলাম। এর আগে বন্যার সময়েও আমরা উদ্ধার তৎপরতা, খাবার ও ঔষুধ সামগ্রী ও চিকিৎসা সেবা দিয়েছি। আমাদের চেষ্টা থাকবে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা। আমরা সবসময় চাই মানুষ ভালো থাকুক।
এ বিষয়ে পিকে এস এফ এর মহাপরিচালক মেজবাউর রহমান বলেন, ভালো কাজ এবং মানবিক কাজ করাই আমাদের লক্ষ্য থাকে। আমরা এই যৎ সামান্য আর্থিক সহায়তা এজন্যই দিচ্ছি। তারা যাতে প্রয়োজনমতো তাদের কিছু দ্রব্য সামগ্রী কিনে নিতে পারেন। আমরা এখানেই থেমে থাকবো না বরং অসহায়দের জন্য আমরা আরো নানাবিধ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছি যা দ্রুতই বাস্তবায়ন করবো। সবার কাছে দোয়া চাই যাতে মানবিক সেবার মনমানসিকতা নিয়ে সবসময় এগিয়ে যেতে পারি।
এসময় নগদ অর্থ বিতরণকালে এসডিএস এম এফ এর সমন্বয়কারী আবুল কালাম আজাদ, এলাকা ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন, চাঁদপুরের সমন্বয়কারী সেলিম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস