মেসির দুই পাসে দুই গোল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২১, ২০২৪ | ৮:৫০
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২১, ২০২৪ | ৮:৫০
Link Copied!

আর্জেন্টিনা শেষ পর্যন্ত কানাডাকে আজ ২-০ গোলে হারাতে পেরেছে, এতটুকুই যা স্বস্তি পেতে পারেন কোচ লিওনেল স্কালোনি। কানাডার বিপক্ষে ম্যাচটা কাগজে কলমে যতটা সহজ, কদিন আগেই কানাডার দায়িত্ব নেওয়া জেসি মার্শের অধীনে হাই-প্রেসিং ফুটবল খেলা কানাডা তার চেয়ে বড় পরীক্ষা নেবে আর্জেন্টিনার – সেটা অনুমিতই ছিল।

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা বেশ ভুগেছে বটে। এমনকি কানাডা প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধের শুরুতে তাদের তৈরি করা সুযোগগুলোর কয়েকটি কাজে লাগাতে পারলে আর্জেন্টিনা হেরেই যেতে পারত!

তা হয়নি, বরং শেষদিকে গোল মিসের হতাশা আর গোলের আনন্দের মিশ্র অনুভূতি হয়েছে আর্জেন্টিনার। দ্বিতীয়ার্ধেই ৬৬ ও ৭৯ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি লিওনেল মেসি। তবে সে হতাশা আর্জেন্টিনা ভুলেছে মেসিরই দুই পাসে।

বিজ্ঞাপন

স্কোরশিটে মেসির নাম নেই। ৪৯ মিনিটে হুলিয়ান আলভারেসের গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা দ্বিতীয় গোলটা পেয়েছে তাঁরই বদলি হিসেবে নামা লওতারো মার্তিনেসের সৌজন্যে ৮৮ মিনিটে। এর মধ্যে শুধু মার্তিনেসের গোলটিতেই অ্যাসিস্ট লেখা হবে মেসির নামে। তবে আর্জেন্টিনা পেছনে ফিরে তাকালে দেখবে, তাদের জয়ের কারিগর ঘুরেফিরে সেই মেসিই।

৪৯ মিনিটে কানাডা বক্সের সামনে থেকে মেসির দারুণ থ্রু খুঁজে নেয় বক্সে ঢুকতে থাকা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। তবে এরপর ম্যাকঅ্যালিস্টার দারুণ দক্ষতা দেখিয়েছেন। মেসির পাস ম্যাকঅ্যালিস্টার ধরে ফেলার আগেই গোলকিপার এগিয়ে এসে ম্যাকঅ্যালিস্টারের শট নেওয়ার জায়গা ও কৌণিক সুবিধা আর রাখেননি। তা বুঝতে পেরে প্রথম স্পর্শেই পায়ের ওপরের ভাগের পাসে বলটাকে ডানে থাকা আলভারেসের দিকে বাড়িয়ে দিলেন। গোলকিপার ছুটে আসায় তাঁর সঙ্গে বেশ জোরেই ধাক্কা খেয়েছেন ম্যাকঅ্যালিস্টার, ব্যথাও পেয়েছেন। তবে তাঁর পাস ততক্ষণে আলভারেসের কাছে চলে যাওয়ায় পোস্টটা ফাঁকাই পেয়ে যান আলভারেস। এরপর কাজটা তো সহজ।

এরপর ৮৮ মিনিটে মেসিরই আরেক দারুণ থ্রু তেমনি দুর্দান্ত ফিনিশিংয়ে কানাডা গোলকিপারের দুই পায়ের ফাঁক গলে জালে পাঠিয়ে দেন মার্তিনেস।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার দুই স্ট্রাইকারের গোলখরা টুর্নামেন্টের আগে একটা বড় মাথাব্যথা ছিল স্কালোনির। আলভারেসের আজকের গোলটি তো সেই কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে গোলের পর আর্জেন্টিনার জার্সিতে তাঁর প্রথম, মার্তিনেস অবশ্য ৭৭৭ দিনের গোলখরা কাটিয়েছেন টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচে।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস