পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২৪ | ৮:৩৬
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২৪ | ৮:৩৬
Link Copied!

তরুণদের জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স সম্প্রতি পাবজি মোবাইলের সাথে একটি যৌথ উদ্যোগে যুক্ত হয়েছে। এই উদ্যোগের ফলে ইনফিনিক্স পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ২০২৪ (২০২৪ পিএমজিসি) ফাইনালের অফিসিয়াল গেমিং ফোনের মর্যাদা পেয়েছে। এই উদ্যোগকে ইনফিনিক্স তাদের ব্র্যান্ড জার্নিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করছে। এটি গ্লোবাল গেমিং ইকোসিস্টেমকে সমর্থনে তাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ বলেও জানিয়েছে প্রযুক্তি ব্র্যান্ডটি।

২০২৪ পিএমজিসি গ্লোবাল মোবাইল গেমিং টুর্নামেন্টটি ৪৮টি এলিট টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর থেকে ২৪ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। গ্র্যান্ড ফাইনাল আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ২০২৪ যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হবে। ৩০ লাখ ডলার পুরস্কার ও গ্লোবাল ইস্পোর্টস তারকাদের প্রতিযোগিতায় এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতামূলক গেমিংয়ের সর্বোচ্চ স্তর।

ইনফিনিক্স-এর জেনারেল ম্যানেজার টনি ঝাও বলেন, ‘পিএমজিসির অফিসিয়াল গেমিং ফোন হওয়ার মাধ্যমে আমরা আমাদের গেমারদের ক্ষমতায়নের বৈশ্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নে পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম। জিটি ২০ প্রো স্মার্টফোনটি মোবাইল গেমিং প্রযুক্তিকে আরও উন্নত করার ও গেমারদের জন্য একটি অসাধারণ গেমিং অভিজ্ঞতা প্রদানে আমাদের প্রতিশ্রুতিকে প্রকাশ করে।’

বিজ্ঞাপন

এই স্পন্সরশিপের মূলে রয়েছে ২০২৪ পিএমজিসি-এর অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো। স্মার্টফোনটি প্রতিযোগিতামূলক গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারের চাহিদা মেটাতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে একটি উজ্জ্বল ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট যা আল্ট্রা-স্মুথ ভিজ্যুয়াল উপস্থাপন করে। শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আলটিমেট চিপসেটের মাধ্যমে এটি সহজ মাল্টিটাস্কিং ও ইনটেন্স গেমপ্লে নিশ্চিত করে। জিটি ২০ প্রো-তে রয়েছে একটি ডেডিকেটেড ইস্পোর্টস মোড ও দীর্ঘ সময় ধরে খেলার জন্য ইনোভেটিভ কুলিং ফ্যান।

২০২৪ পিএমজিসি প্রতিযোগিতার স্পিরিটকে সম্মান জানিয়ে ইনফিনিক্স এমভিপি অ্যাওয়ার্ড ও ২০২৪ পিএমজিসি অ্যাওয়ার্ড চালু করেছে। ২০২৪ পিএমজিসি এমভিপি পাবজি মোবাইলের ম্যাচ পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি পাবজি মোবাইল দ্বারা নির্বাচিত হবে। বিজয়ীরা গ্র্যান্ড ফাইনালের জন্য লন্ডনে অল-এক্সপেন্সেস-পেইড ট্রিপের সুযোগ পাবেন।

পিএমজিসি টুর্নামেন্টকে সমর্থন করার পাশাপাশি ইনফিনিক্স ‘জার্নি অফ ইউনিটি টাইটানস’-এর মতো উদ্যোগের মাধ্যমে গেমারদের অনুপ্রাণিত করছে। এই উদ্যোগ গেমারদের গেমিং সম্পর্কিত আবেগ, অধ্যবসায় ও সাফল্যের গল্প বলে থাকে।

বিজ্ঞাপন

পাবজি মোবাইলের সাথে ইনফিনিক্স-এর অংশীদারিত্ব ইস্পোর্টসে উদ্ভাবনের ক্ষেত্রে ইনফিনিক্স-এর  অবস্থান আরও শক্ত করবে। গেমারদের স্বপ্ন পূরণে ও অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহে ইনফিনিক্স গ্লোবাল প্ল্যাটফর্ম ও বাংলাদেশে সব জায়গাতেই গেমারদের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে অবৈধ ৪ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও নির্বাহী কমিটির সভাপতি জসিম শেখ পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট ৫ম আসর উদ্বোধন গৃদকালিন্দিয়া ডিগ্রি কলেজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ফরিদগঞ্জে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মেধাবৃত্তি প্রদান  চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক তিন চাঁদপুর দুদক কার্যালয়ে তলব, লিখিত জবাব দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিক চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট জহির গ্রেফতার চাঁদপুরে ওষুধ কোম্পানীর প্রতিনিধির মরদেহ উদ্ধার অবৈধ সম্পদ: স্ত্রী-পুত্রসহ আসামি সাবেক মন্ত্রী শাজাহান খান ২২ কোটি ২০ লাখের নেইমার এখন ১ কোটি ৫০ লাখ রাজধানীর ৬ খাল সংস্কার কাজের উদ্বোধন করলেন তিন উপদেষ্টা দোকান থেকে বাসায় ফেরা হলো না মরিয়মের একনেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প পাস দাবি-দাওয়ার নামে দেশে চলছে ষড়যন্ত্র: তারেক রহমান চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক জয়নাল গ্রেপ্তার ফরিদগঞ্জের রেনেসাঁ মডেল একাডেমির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ পাইকপাড়া উত্তর ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে শীতের উপহার সামগ্রী বিতরণ অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠনের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রিফাই প্রকাশিত হলো সুজন আরিফের ২য় কাব্যগ্রন্থ ′বিপরীত চাঁদের মুখ′