ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনয়ন বিএনপির সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২৪ | ৬:২৭
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২৪ | ৬:২৭
Link Copied!

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজে বিনির্মাণে চাঁদপুরের ফরিদগঞ্জে গণ-সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।

তিনি বলেন, একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে বিনির্মাণে আমরা যারা বিএনপি করি তাদের সকলকে এক ও ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধতা যত সুদৃঢ় হবে বিএনপি তত শক্তিশালী ও এদেশের মানুষের আশা আশংঙ্খা বাস্তবায়নে এগিয়ে যাবে। ফরিদগঞ্জকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই। এদের কারোরই বিএনপিতে ঠাঁই হবে না। তাই যারা বিএনপির মূল স্রোতের বাইরে রয়েছেন, তারা আমাদের সাথে আসুন। একসাথে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করি। আমি জনপ্রতিনিধি হওয়ার জন্য রাজনীতি করি না। যদি করতাম, তাহলে আরো আগেই তা হতে পারতাম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি বলেই বিএনপির পতাকা তলে রয়েছি। আমি ফরিদগঞ্জে এমপি ও মন্ত্রী না হয়ে এই উপজেলায় ১২শত কিলোমিটার রাস্তাপাঁকা করেছি। আমার মনে হয়না এই রকম কোন নেতা এমপি মন্ত্রী হওয়া আগে করেছে।

বিজ্ঞাপন

সাহাপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদল ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাড. নাহিদুল
ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ।

এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আবু জাফর মো খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম, মাসুদ আলম, মহসীন মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্মআহ্বায়ক জামাল হোসেন প্রমুখ।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য লোকমান হোসেন দর্জি ও উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন তপাদার, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক নূরের রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সাঈদ খান, কাজী ইকবাল হোসেন পিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন, রানা মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান খাঁন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত নয়ন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত পাটোয়ারী প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
তৃণমূলের কর্মীরাই বিএনপি’র অমূল্য সম্পদ: শরীফ মো. ইউনুস শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক, চালকদের সাথে পুলিশের  মতবিনিময় ফরিদগঞ্জের শাশিয়ালী মাদ্রাসার ৯৬তম বার্ষিক মাহফিল চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো ফরিদগঞ্জে আকস্মিক আগুনে পুড়লো বসতঘর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুনের ঘটনা ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় বাংলাদেশের মতলব উত্তরে খিরার বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছে কৃষক মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু