হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৮ জন আটক ৭ অভিভাবকের কাছে হস্তান্তর
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
উপজেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে। বুধবার সকাল পর্যন্ত ৮ জনকে আটক করা হয়। তার মধ্যে ৭ জনকে অভিভাবক ডেকে মোছলেকায় ছেড়ে দেয়া হয়েছে। রুবেল নামে একজন মামালার আসামী হওয়ায় তাকে জেল হাজতে প্রেরন করা হয়। রাতে হাজীগঞ্জ বড় মসজিদের উত্তর পাশ থেকে আটক করে পুলিশ। আটকৃতদের বাড়ি সিলেট জেলায় তারা হাজীগঞ্জে একটি মোয়ার কারখানায় কাজ করে।
জানা গেছে, কিশোর গ্যাং, চুরি ও মাদকসহ অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার লক্ষ্যে হাজীগঞ্জ থানা পুলিশ মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম গঠণ করেছে এবং সোমবার থেকেই গঠিত টিম তাদের কার্যক্রম শুরু করে।
অভিযানে ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এর মধ্যে একজনের বিরুদ্ধে মামলা রয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক পপুলার বিডি নিউজকে বলেন, হাট-বাজারসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর উঠতি বয়সের ছেলেদের দেখতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ইতিমধ্যে ৮ জনকে আটক করা হয়েছে তার মধ্যে ৭ জনকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। ১ জনকে মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।