চাঁদপুরে লোডশেডিংয়ে নাকাল জনজীবন, মিলছে চাহিদার অর্ধেক

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৪ | ৩:০০
মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৪ | ৩:০০
Link Copied!

চাঁদপুরে ৮ লাখ গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা ১শ ৮০ মেগাওয়াট। দিনে কিছুটা মিললেও রাতে ঘাটতি থাকে চাহিদার অর্ধেক। এতে করে জনজীবনে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনাসহ চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের।

হাজীগঞ্জের রান্ধুনীমুড়ার বাসিন্দা মুদি দোকানী এসএম মিরাজ মুন্সী বলেন, বিদ্যুতের যাওয়া আসায় দোকানের ফ্রিজের খাদ্যপণ্য নষ্ট হচ্ছে। ক্রেতাদের চাহিদা মেটানো যাচ্ছে না।

চাঁদপুর শহরের জিটি রোডের টেইলার্স আলাউদ্দিন বলেন, লোডশেডিংয়ে ঠিকঠাক মতো সেলাইয়ের কাজ করা যায় না। কয়েকদিন ধরে আয় কমেছে। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে সংসার ও দোকান চালানো কষ্টকর হয়ে পড়বে।

বিজ্ঞাপন

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ থেকে গ্রাহকদের এই চাহিদা মেটাতে না পেরে কয়েকদিন ধরে বিবৃতি প্রকাশ করা হচ্ছে। এতে বলা হচ্ছে, জাতীয় পর্যায়ে গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে সারাদেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় লোডশেডিং হচ্ছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার শতভাগ সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোড শেডিং দিতে হচ্ছে। এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রাশেদুজ্জামান জানান, তার অধীনে ৪ লাখ ৭২ হাজার গ্রাহক। দিনে ৭০ মেগাওয়াট আর সন্ধ্যার পর ১০০ মেগাওয়াট চাহিদা। কিন্তু ২০ থেকে ৩৭ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান চৌধুরী বলেন, ৩ লাখ ৬০ হাজার গ্রাহকের জন্য দিনে ৪০ আর সন্ধ্যার পর ৮০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। মিলছে মাত্র ৫০ -৫৫ মেগাওয়াট বিদ্যুৎ। এতে গ্রাহকের চাহিদা মিটাতে হিমশিত খেতে হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মায়া’সহ আ.লীগের পাঁচ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চাঁদপুরে ৪ বছর পর আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আওয়ামীলীগের মামলা কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আসছে ‘রুম নম্বর ২০১১’ হাজীগঞ্জে আই বি ডব্লিউ এফ সংস্থার সভা  ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক বলাখাল কলেজে ঈদে মিলাদুন্নবী সা: পালিত  ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম সৌদি ফেরত প্রবাসীদের ৫ দাবি জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের কখন বুঝবেন সম্পর্কে বিরতি প্রয়োজন রায়চোঁ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত হাইমচরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আ.লীগ শিক্ষার্থীদের ওপর গুলি করা যুবক ইয়াবাসহ গ্রেপ্তার