কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা
চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার পৌর শহরে কচুয়া উপজেলার বিএনপি কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে উপজেলার বিএনপির ৫১ সদস্য ও পৌর বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
উপজেলা বিএনপি নতুন কমিটি সাবেক মেয়র হুমায়ন কবির প্রধানকে আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এএসএম মঞ্জুর আহম্মেদ সেলিমকে সদস্য সচিব করে ৫১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবীব উল্ল্যাহ হাবীব ভেন্ডারকে আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমান উল্ল্যাহ আমানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এক প্রক্রিয়ায় নতুন কমিটির নেতৃবৃন্দরা জানায়, কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে জেলার নেতৃবৃন্দ আমাদের উপর এই গুরু দায়িত্ব অর্পণ করেছেন। সকলের সহয়োগিতা নিয়ে কচুয়ার বিএনপিকে শক্তিশালী করে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা ঘরে ফিরবো।