এক বছর পর টেস্ট দলে ফিরলেন সাকিব আল হাসান
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
Link Copied!
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব আল হাসান।
সর্বশেষ প্রায় এক বছর আগে তিনি টেস্ট খেলেছিলেন। তাঁকে জায়গা করে দিয়েছেন তাওহিদ হৃদয়। এ ছাড়া চোটের কারণে নেই পেসার মুশফিক হাসান, তাঁর জায়গায় নেওয়া হয়েছে হাসান মাহমুদকে।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। এএসসি/পবন