প্রকাশ্যে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক তিন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৩ | ১০:২৪
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৩ | ১০:২৪
Link Copied!

পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে প্রকাশ্যে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ওলি মিয়াকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে নিহতের বাড়ির পশ্চিম পাশে জমিতে এ ঘটনা ঘটে।

নিহত ওলি মিয়া ছলিমাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তিনি তাতুয়াকান্দি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওলি মিয়া ও ইকবাল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কিন্তু ওলি মেম্বার হামলা-পালটাহামলা এবং মামলার হয়রানি থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন। সেজন্য এমন পরিবেশ থেকে পরিবারকে রক্ষা করতে সপরিবারে শান্তিপূর্ণ জীবনযাপন করতে উপজেলা সদরে বসবাস করছিলেন। সেই উদ্দেশে তার বড় ছেলেকে কুয়েতে পাঠিয়ে দেন। তারপরও শেষ রক্ষা হয়নি ওলি মিয়ার।রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে তার বাড়ির পশ্চিম পাশে জমিতে প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম জানান, হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইকবালের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মায়া’সহ আ.লীগের পাঁচ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চাঁদপুরে ৪ বছর পর আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আওয়ামীলীগের মামলা কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আসছে ‘রুম নম্বর ২০১১’ হাজীগঞ্জে আই বি ডব্লিউ এফ সংস্থার সভা  ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক বলাখাল কলেজে ঈদে মিলাদুন্নবী সা: পালিত  ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম সৌদি ফেরত প্রবাসীদের ৫ দাবি জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের কখন বুঝবেন সম্পর্কে বিরতি প্রয়োজন রায়চোঁ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত হাইমচরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আ.লীগ শিক্ষার্থীদের ওপর গুলি করা যুবক ইয়াবাসহ গ্রেপ্তার