উরস থেকে ফেরার পথে ডাকাতের কবলে ৩০ সিএনজি অটোরিকশা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২৩ | ৩:৫৭
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২৩ | ৩:৫৭
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ওরস থেকে ফেরার পথে প্রায় ৩০টি সিএনজি চালিত অটোরিকশা আটক করে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আক্রমণে অর্ধশত ভক্তদের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার রাতে উপজেলার চাপড়তলা-ছাতিয়াইন সড়কের মাঝ অংশের ৬নং ওয়ার্ডের বুড়ইউরি গ্রামের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর ২৬ জানুয়ারি চাড়রতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সৈয়দ আক্তার হুসাইনের বার্ষিক উরস পালন করা হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন খান্দুরা দরবার শরিফে।

বিজ্ঞাপন

আহত আলাল মিয়ার অভিযোগ, উরস থেকে রাত ৪টার দিকে ফেরার পথে ৩০-৩৫ জনের একটি ডাকাত দল প্রায় ৩০টি সিএনজি আটক করে। এরপর ডাকাতরা সবার চোখ কাপড় দিয়ে বেঁধে ডাকাতি করে। ডাকাতিতে বাধা দেওয়া ৫০ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় ডাকাতরা তাদের হাতে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের অ্যাম্বুলেন্স চালক মো. সাদ্দাম মিয়ার হাতে ডাকাতের দায়ের কোপ লেগে কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সকালবেলা তার একটি টুকরো ঘটনাস্থলে পাওয়া গেছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

নাসিরনগর থানা ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ভোর রাতে চাপড়তলা ইউনিয়নের বড়ইউরি গ্রামের পাশে ডাকাতি হয়। এ সময় কয়েকজন আহত হন। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

বিজ্ঞাপন

 

সূত্র: যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মায়া’সহ আ.লীগের পাঁচ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চাঁদপুরে ৪ বছর পর আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আওয়ামীলীগের মামলা কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আসছে ‘রুম নম্বর ২০১১’ হাজীগঞ্জে আই বি ডব্লিউ এফ সংস্থার সভা  ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক বলাখাল কলেজে ঈদে মিলাদুন্নবী সা: পালিত  ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম সৌদি ফেরত প্রবাসীদের ৫ দাবি জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের কখন বুঝবেন সম্পর্কে বিরতি প্রয়োজন রায়চোঁ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত হাইমচরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আ.লীগ শিক্ষার্থীদের ওপর গুলি করা যুবক ইয়াবাসহ গ্রেপ্তার