সাড়ে ৫ বছরে ১২ হাজার বই উপহার দিয়েছে চর্ষাপদ সাহিত্য একাডেমি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২৪ | ১০:১৬
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২৪ | ১০:১৬
Link Copied!

 গত সাড়ে ৫ বছরে চাঁদপুর জেলায় ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্ষাপদ সাহিত্য একাডেমি। নভেম্বর মাস ছিলো চর্যাপদ সাহিত্য একাডেমির চতুর্থ বই উপহার মাস। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ শ্লোগানে গত ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বই উপহার মাস ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

এরপর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, এমনকি যানবাহনেও উপহার প্রদান করা হয় বই। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দেয়া হয় বই। টানা ১ মাস ৫ দিন চলে এ কর্মসূচি।

শুক্রবার (৬ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর শহরের পুরান বাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে বই উপহার মাসের সমাপ্তি ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

বিজ্ঞাপন

বাচিকশিল্পী আবু বকর সিদ্দিকের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে প্রথমে শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, আর্কাইভ ও নথিব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানি, চাঁদপুর শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক খালেক বিশ^াস, ওপেন আই-এর প্রতিষ্ঠাতা ইমরান শাকির ও এস আর বাবলু।

এসময় প্রতিষ্ঠানের নিদের্শনা অনুযায়ী কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার প্রদান করে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৪’ মর্যাদা প্রাপ্ত ৩ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত হলেন সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, মাসব্যাপী চলে বই উপহার কর্মসূচি। এ মাসে প্রায় এক হাজারের কাছাকাছি বই উপহার দেয়া হয়েছে। সব মিলিয়ে বিগত সাড়ে ৫ বছরে ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি।
সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, মানুষকে বইমুখী করার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ একাডেমি। ২০২১ সাল থেকে টানা চতুর্থ বারের মতো বই উপহার মাস পালন করেছে। এর মধ্যে একটি ‘বই উপহার মেলা’ও করেছে এ প্রতিষ্ঠান। এ পর্যন্ত ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। এবারের প্রতিপাদ্য ছিলো ‘বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর।’

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে অবৈধ ৪ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও নির্বাহী কমিটির সভাপতি জসিম শেখ পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট ৫ম আসর উদ্বোধন গৃদকালিন্দিয়া ডিগ্রি কলেজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ফরিদগঞ্জে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মেধাবৃত্তি প্রদান  চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক তিন চাঁদপুর দুদক কার্যালয়ে তলব, লিখিত জবাব দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিক চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট জহির গ্রেফতার চাঁদপুরে ওষুধ কোম্পানীর প্রতিনিধির মরদেহ উদ্ধার অবৈধ সম্পদ: স্ত্রী-পুত্রসহ আসামি সাবেক মন্ত্রী শাজাহান খান ২২ কোটি ২০ লাখের নেইমার এখন ১ কোটি ৫০ লাখ রাজধানীর ৬ খাল সংস্কার কাজের উদ্বোধন করলেন তিন উপদেষ্টা দোকান থেকে বাসায় ফেরা হলো না মরিয়মের একনেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প পাস দাবি-দাওয়ার নামে দেশে চলছে ষড়যন্ত্র: তারেক রহমান চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক জয়নাল গ্রেপ্তার ফরিদগঞ্জের রেনেসাঁ মডেল একাডেমির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ পাইকপাড়া উত্তর ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে শীতের উপহার সামগ্রী বিতরণ অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠনের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রিফাই প্রকাশিত হলো সুজন আরিফের ২য় কাব্যগ্রন্থ ′বিপরীত চাঁদের মুখ′