চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চাঁদপুর জেলার উদ্যোগে “জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ”উপলক্ষে ও জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষে চাঁদপুর জেলা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক বলেন, দেশমাতৃকা রক্ষায় এবং চাঁদপুরের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় একসাথে সকল ছাত্র সংগঠনগুলোকে কাজ করে যাওয়ার জন্য অনুরোধ করেন। এই সময় তিনি আরো বলেন চাঁদপুরে ফ্যাসিবাদের দোসরদের কোন ভাবেই ঠাই দেওয়া হবেনা আর আমরা চাঁদপুরের ছাত্র সংগঠন গুলো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো। আর এইসময় অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ চাঁদপুরের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করে যাওয়ার জন্য অঙ্গীকার করেন।
চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিকের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: নুরনবী আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি মহররম আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, চাঁদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ পাপন, সৈয়দ সাকিবুুল ইসলাম, মোঃ রাকিব ভূইয়া, চাঁদপুর জেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মো: রাকিব হোসেন, সাধারণ সম্পাদক ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মো: সিয়াম হোসেন খাঁন, চাঁদপুর জেলা ছাত্র মজলিজের প্রতিনিধি ইসমাঈল, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সহ পারভেজ, রুবেল, ওহিদুল, শাওন, নাজিম ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।