চার শতাধিক কর্মী নিয়ে ‘তুফান’ দেখলেন শাকিব খান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৯, ২০২৪ | ৪:৩৩
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৯, ২০২৪ | ৪:৩৩
Link Copied!

কয়েকদিনের ব্যবধানে আবারও প্রেক্ষাগৃহে হাজির হয়ে ‘তুফান’ সিনেমা দেখলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে এবার সহশিল্পী কিংবা কলাকুশলীদের নিয়ে নয়, নিজ প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের কর্মী নিয়ে সিনেমা উপভোগ করেছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় দুটি থিয়েটার বুকিং করে চার শতাধিক সদস্য নিয়ে তুফান সিনেমা দেখেছেন এই নায়ক। শাকিবের সঙ্গে প্রেক্ষাগৃহে উপস্থিত থেকে সিনেমা উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

জানা গেছে, আড়ম্বরপূর্ণ এই আয়োজনের প্রধান পৃষ্টপোষক ছিল দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি। যেখানে প্রতিষ্ঠানটির ডিরেক্টর শাকিব খান ছিলেন প্রধান চমক।

বিজ্ঞাপন

এই শো সম্পর্কে শাকিব খান বলেন, ‘রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যদের নিয়ে দেখতে এসেছি। ঈদের আগে থেকে অফিসের সবাই ছবি দেখার দাবি জানিয়েছিল। আমি কিন্তু বেশ আগে থেকেই রিমার্কের সকল সহকর্মীদের কথা দিয়ে রেখেছিলাম যে বিশেষ স্ক্রিনিং করা হবে। অবশেষে তাদের সঙ্গে নিয়ে ছবিটি আবারও দেখলাম। সহকর্মীরা সবাই তুফান দেখে খুব গর্বিত হয়েছে। আমার এই পরিবারের উচ্ছ্বাসে আমিও গর্বিত। যেমনটা গর্বিত হয়েছিলাম চারদিন আগে মিডিয়া সহকর্মীদের সঙ্গে ছবিটি দেখার সময়।’

এর আগে গত ২৪ জুন শাকিব খান মিরপুর স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’ ছবিটি উপভোগ করেন মিডিয়া বন্ধুদের সঙ্গে। যেখানে শিল্পী-সাংবাদিক-প্রযোজক সকলেই উপস্থিত ছিলেন।

ইতোমধ্যেই ব্লকবাস্টার হিট তকমা অর্জন করেছে ‘তুফান’। আয়ের দিক থেকে পেছনে ফেলেছে অতীতের বেশ কিছু সিনেমাকে। বাংলাদেশের গণ্ডি পেড়িয়ে আরও ৮টি দেশে মুক্তি পেয়েছে এই ছবি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, তুফান সিনেমায় শাকিব খান বাদেও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ওপার বাংলার মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস