বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা: ৫ জন নিহত
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
ওসি আজিজুল হক বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে দশটায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় অবৈধ রেল ক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজন ঘটনাস্থলে নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয় অন্তত আরো দুইজন।
তিনি বলেন, ট্রেনের ধাক্কায় নিহতদের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।