লাভের অংশ নির্ধারণ করে টাকা বিনিয়োগ করা জায়েজ?

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২, ২০২৪ | ৫:২৪
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২, ২০২৪ | ৫:২৪
Link Copied!

প্রশ্ন: আমি আমার এক বন্ধুকে এক লাখ টাকা নিম্নোক্ত শর্তাবলীতে ব্যবসা করার জন্য দিয়েছি। ১. লোকসান হলে আমার। ২. যদি লাভ হয় তবে মূল টাকার ১৮%-২৩% লাভ দিতে হবে। পরবর্তীতে জানতে পেরেছি, এরূপ ব্যবসায়িক চুক্তি বৈধ নয়।

তাই আমার জিজ্ঞাসা, এ ব্যবসা থেকে অন্য কোনো পদ্ধতিতে লাভ নেওয়া যাবে কি না? কারণ, এক বছর ইতোমধ্যেই শেষ। আর বন্ধু জোর করছে টাকা নেওয়ার জন্য। যদি সে সন্তুষ্ট হয়ে কিছু লাভ দেয় তা গ্রহণ করা হারাম হবে কি না? জানালে উপকৃত হব।

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে ‘মূল টাকার ১৮%-২৩% লাভ দিতে হবে’ এই শর্ত নাজায়েজ হয়েছে। এর কারণে আপনাদের পুরো চুক্তিই ফাসেদ হয়ে গেছে।

বিজ্ঞাপন

কেননা, মূল এক লাখ টাকার শতকরা ১৮%-২৩% হল ১৮০০-২৩০০ টাকা। আর এভাবে নির্দিষ্ট অংক লাভ হিসেবে নির্ধারণ করা সুদের অন্তর্ভুক্ত, যা সম্পূর্ণ হারাম।

এখন যেহেতু আপনাদের চুক্তিটি ফাসেদ হয়েছে তাই আপনার বিনিয়োগকৃত এক লাখ টাকার উপর অর্জিত পূর্ণ মুনাফা আপনি পাবেন। আর আপনার বন্ধুকে এক বছর ব্যবসা পরিচালনার জন্য ন্যায্য পারিশ্রমিক দিবেন।

বিজ্ঞাপন

আর ভবিষ্যতে তার সঙ্গে কারবার করতে চাইলে চুক্তিটি এভাবে সংশোধন করে নিতে পারেন যে, সে আপনার টাকা দিয়ে ব্যবসা করবে। এরপর যদি ব্যবসায় লাভ হয় তবে লাভের এত ভাগ আপনি পাবেন এবং এত ভাগ সে পাবে (যেমন ৫০%-৫০% অথবা ৬০%-৪০%)

এছাড়া দু’জনের সমঝোতায় শতকরা হিসেবে লাভের যে কোনো হার নির্ধারণ করতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ইউএনও’র কম্বল বিতরন কোন রকম অপরাধে জড়ানো যাবেনা – ইঞ্জিনিয়ার মমিনুল হক গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরণ চাঁদপুরে শীতে লঞ্চে কমেছে যাত্রী,  সিডিউল বিপর্যয়  রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে বই উৎসব হাজীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হাজীগঞ্জের মুকুন্দসার নূরানীয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা  উদ্বোধন বিএনপি নেতা জাকির হোসেনের জ্যৈষ্ঠ কন্যার বিয়ের অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকরা সিলিন্ডার বিস্ফোরণে চাঁদপুরে একই পরিবারের তিন শ্রমিক নিহত, পরিবারে চলছে শোকের মাতম নতুন বছরের শুভেচ্ছা জানালো চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদ” হাজীগঞ্জে   মৃত্যুর মিছিলে২৪ জন  বাংলাদেশের ২০২৪: একতরফা নির্বাচন, ছাগলকাণ্ড, হাসিনার দেশত্যাগসহ যত বিরল ঘটনা একজনের পক্ষে সাতজনকে হত্যা সম্ভব না: রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. কোহিনুর বেগম চাঁদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন হাজীগঞ্জে তালুকদার এন্টারপ্রাইজের উদ্বোধন চাঁদপুরে ক্যারিয়ার এইডের উদ্যোগে জব ফেয়ার ও ক্যারিয়ার ডে অনুষ্ঠিত চাঁদপুরে জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা ভেঙ্গে গেছে প্রাচীন সেতুটি শাহরাস্তিতে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ