চাঁদপুরে শীতে লঞ্চে কমেছে যাত্রী, সিডিউল বিপর্যয়
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার পর ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাতাসের সাথে হিমেল হাওয়া জবুথবু মানুষ। লঞ্চগুলোতে কমেছে চাঁদপুর-ঢাকা নৌ-পথের যাত্রী। ঘন কুয়াশায় শুক্রবার ভোর ৬ টায় ঢাকাগামী সোনার তরী -৪ লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাট থেকে ছাড়েনি।
শরিয়তপুর থেকে আসা রকিব উদ্দিন। সে নারায়ণগঞ্জ যাবে। ভোরে ঘন কুয়াশায় বের হয়নি। কিছুটা বিলম্বে বের হলেও সূর্র দেখা নেই। প্রয়োজনের তাগিদ ছাড়া শীতে ঘর থেকে বের হচ্ছে না কেউ।
আল বোরাক লঞ্চের সুপার ভাইজার বাবুল মিয়া বলেন, শীতের কারণে যাত্রী কম হয়। সকাল ৬ টার লঞ্চ যায়নি। কুয়াশা হলে লঞ্চ নোঙ্গর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে লঞ্চ ছাড়া হয়। লঞ্চে কোন যাত্রী নাই। আমাদের সমস্যা হচ্ছে।
চাঁদপুর লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার বলেন, সকালে ঠান্ডার কারণে যাত্রী নামে নাই। প্রচুর ঠান্ডা। যাত্রী কমে গেছে। লঞ্চ আগের তুলনায় কিছুটা কম চলাচল করছে।
চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশির আলী খান বলেন, ঘন কুয়াশায় লঞ্চগুলোকে নির্দেশনা প্রদানের জন্য ২৪ ঘন্টা কাজ করছেন তারা। রাতে মাঝ নদীতে নৌঙ্গর করে রাখা। সিডিউল পরিবর্তন করাসহ সব কিছুই আবহাওয়ার উপর নির্ভর করছে।
এদিকে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মুহাম্মদ শোয়েব জানান, শুক্রবার চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার সব্বোচ তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ছে।