হাজীগঞ্জে ইউএনও’র কম্বল বিতরন
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
হাজীগঞ্জে শীতের প্রকোপ বেড়ে গেছে। বিশেষ করে ডিসেম্বর মাসের শেষ ও জানুয়ারি প্রথম সপ্তাহ শীতের প্রকোপ যাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
তাই শীতার্ত মানুষের কথা চিন্তা করে কোনো অনুষ্ঠানিকতা ছাড়া, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল নিজেইর উপস্থিত হয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শুক্রবার রাতে হাজীগঞ্জ রেলস্টেশনের পাশে বসবাসকারী অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মো. মামুনুর রশীদ ও সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফারুক রেজা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আমাদের এই উদ্যোগ। আমরা চাই, এ ধরনের সহায়তা সবার জন্য সহজলভ্য হোক।