ফরিদগঞ্জে বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৬, ২০২৪ | ৬:৩৯
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৬, ২০২৪ | ৬:৩৯
Link Copied!
ফরিদগঞ্জে বাবার বাড়িতে সৌদি আরব প্রবাসীর স্ত্রী সুমাইয়া আক্তার নিশি(২২) আত্মহত্যা করেছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
সে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পালতালুক এলাকার ছৈয়াল বাড়ির জামালের মেয়ে সুমাইয়া আক্তার নিশি(২২)।
জানা যায়, নিশি ঘরের আড়ার সাথে ওড়নায় পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সংবাদ পেয়ে থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
নিশির বাবা জামাল হোসেন জানান, গত ৫ মাস পূর্বে পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নারায়ণপুর এলাকায় সৌদি প্রবাসী মোবারকের কাছে মেয়েটাকে বিয়ে দেই। বিয়ের একমাস পর ছেলে বিদেশে চলে যায়। গত কয়েকদিন পূর্বে জামাইয়ের বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসে আমার মেয়ে।
পারিবারিক কোন কলহ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোন ধরনের কলহই ছিল না। মেয়েটা কোন সমস্যা নিয়ে কখনোই কিছুই জানায়নি। কি কারণে মেয়ে আত্মহত্যা করেছে আমি কিছুই জানিনা।
তিনি আরো জানান, শুক্রবার সকালে আনুমানিক ১০ টার সময় ঘরে গিয়ে দরজা বন্ধ করে পাস দেয়। এরপর মেয়েকে ডাকাডাকি করি। কোন সাড়াশব্দ না পেয়ে আমার ছোট ভাইসহ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি মেয়েটা আড়ার সাথে ঝুলে আছে‌।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস