কক্সবাজারগামী বাসে টাইম বোমা: বড় দুর্ঘটনা ঘটানোর চেষ্টা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২৪ | ৫:৪৯
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২৪ | ৫:৪৯
Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাস থেকে টাইমার সেট করা একটি ‘বোমা’ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের বাসে বোমাটি পাওয়া যায়। পরে রাত ১টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয় বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পুলিশ বলছে, বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে।

জানা গেছে, বেঙ্গল পরিবহনের যাত্রীবাহী বাসে বোমাসদৃশ্য বস্তু দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন ৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজমের বোম ডিসপোজাল ইউনিট এসে নিশ্চিত করে এটি একটি টাইম বোমা, যা শক্তিশালী ডিভাইস। পরে বোমাটি উদ্ধার করে ডিভাইসটি নিষ্ক্রিয় করা হয়।

বিজ্ঞাপন

বাসের সুপারভাইজার মো. হাসান বলেন, ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী বাসে ওঠেন। পরে গাড়ি ছেড়ে সায়দাবাদ এসে যাত্রী উঠানোর পর তারা হানিফ ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে যাত্রী গণনা করতে গিয়ে দেখতে পান পেছনের ওই ডি-১ নাম্বারের সিটে একজন যাত্রী নেই। ওই যাত্রীকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে ওই যাত্রীর রেখে যাওয়া ব্যাগে বোমাটি দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে বাসটি পুলিশ হেফাজতে নিয়ে বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেই।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বোম ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে বলেন, টাইম বোমাটিতে টাইমার সেট করা ছিল। নির্দিষ্ট সময়ে সক্রিয় হয়ে এটি বিস্ফোরিত হতো। এতে পুরো বাসটিতে আগুন ধরে বাসে থাকা সবাই অগ্নিদগ্ধ হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটত।

বিজ্ঞাপন

সূত্র: কালের কন্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মায়া’সহ আ.লীগের পাঁচ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চাঁদপুরে ৪ বছর পর আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আওয়ামীলীগের মামলা কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আসছে ‘রুম নম্বর ২০১১’ হাজীগঞ্জে আই বি ডব্লিউ এফ সংস্থার সভা  ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক বলাখাল কলেজে ঈদে মিলাদুন্নবী সা: পালিত  ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম সৌদি ফেরত প্রবাসীদের ৫ দাবি জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের কখন বুঝবেন সম্পর্কে বিরতি প্রয়োজন রায়চোঁ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত হাইমচরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আ.লীগ শিক্ষার্থীদের ওপর গুলি করা যুবক ইয়াবাসহ গ্রেপ্তার