সুরের মাঝে এন্ড্রু কিশোর

কবির হোসেন মিজি
আপডেটঃ জুলাই ৮, ২০২০ | ১:৫১
কবির হোসেন মিজি
আপডেটঃ জুলাই ৮, ২০২০ | ১:৫১
Link Copied!

এ কেমন প্রস্থান ?
যে প্রস্থানে গুমড়ে কাঁদে বাংলাদেশ
প্রিয়জনের শোকে ছটপট করে হাজারো গানের পাখি।

নির্বাক স্তব্ধ কণ্ঠ, বোবা মূর্তির মতো অশ্রুসিক্ত চোখে ভেসে উঠে
সেই চেনা প্রিয়মুখ
পুরনো স্মৃতিতে ডুব দেয় গানের সুরের শঙ্খচিল গুলি
বারংবার তার শোকে হৃদপিন্ড আতকে উঠে।

প্রিয় গানের পাখি , প্রিয় এন্ড্রু কিশোর
তোমার বাবার মুখে প্রথম যেদিন গান শুনেছিলে
সেদিন থেকেই গানকে বুকে লালন করে প্রানের সাথে মিশিয়ে
নিজের জীবন করে রেখোছো।

বিজ্ঞাপন

তারপর আর পেছনে ফিরে তাঁকাতে হয়নি তোমার
অগনিত ভক্ত শ্রোতার ভালোবাসায় সিক্ত হয়ে
গানের জগতে পথ চলছো তো চলছোই।
যে চলায় তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ হয়ে
জীবনের গল্পে শুনালে, সবাইতো ভালোবাসা চায়।

তোমার বুকের মধ্যখানে, বুকেরি ভেতরে রাখা
কারে দেখাবে মনের দুঃখ ,বলে শুনালে চিরকাল প্রেমের কাঙ্গালের কথা
তোমার সেই প্রেমে ডুবলো সুজন সখির গানে অজ¯্র ভক্তশ্রোতা ।

পদ্ম পাতার জলের মতো ,আনন্দ অশ্রু চোখে নিয়ে
তুমি বললে আমার সারা দেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটি মাটি খেয়োনা।

বিজ্ঞাপন

তাইতো চোখের পলক পড়েনি, ঐ চাঁদ মুখ যেনো লাগেনা গ্রহন,
তুমি মোর জীবনের ভাবনা হয়েই মিশে আছো
আমার ভিতরও বাহিরে অন্তরে অন্তরে।

প্রেমের সমাধী ভেঙ্গে, মনের শিকল ছিড়ার পর
বিরহী সুরে গাইলে তুমি বন্ধু আমার চির সুখে থেকো।

তুমি চলছো তো চলছোই একের পর এক কালজয়ী গানে
যে গানে ভেসে উঠে ছোট্ট বেলার সেই দিনগুলি, মার্বেল ঘুড়ি আর ডাংগুলি।
প্রতিদিন ভোর হয় সূর্য উঠে জেনেও বললে শোন গো চাঁদ শোন তারা
বুকেরি ভিতরে রাখিবো তোমারে, একবিন্দু ভালোবাসা দাও।

পৃথিবীর যতো সুখ আমি তোমারি ছোঁয়াতে খুঁেজ পেয়েছি
আর সে সুখেই গাইলে কি যাদু করেছো বলোনা, ঘরে আর থাকা যে হলোনা।
এমন সুমধুর সুরে যাদু করা গানে গানে এত ভালোবাসা পেয়েও
হঠাৎ বললে দুনিয়া দুই দিনের মেলা, ডাক দিয়াছেন দয়াল আমারে।
তাহলে কি সত্যি সত্যিই দয়ালের ডাকে সাড়া দিলে তুমি ?
বড্ড বেশি অভিমান করে পাড়ি জমালে ওপারে।

যেখানে ঘুমিয়ে থাকো গো সজনী গানে গানে আমাদেরকে ঘুম পাড়াতে
আজ সে ঘুমেই তুমি চির বিবোর হয়ে গেলে ?
আর কখনো তোমার দরাজ কণ্ঠে শুনবো না ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় লেখা হবেনা গানের চিঠি।

খুব অল্প সময়ে তুমি আকাশের তারা হয়ে গেলে প্রিয় গানের পাখি।
তোমার মরণ হয়নি প্রিয় এন্ড্রু কিশোর, তুমি চির অমর
তুমি অনন্তকাল বেঁচে রবে তোমার কণ্ঠে রেখে যাওয়া হাজারো গানের সুরে
যুগ যুগ ধরে বেঁছে থাকবে অগনিত ভক্তশ্রোতার মনে।
আমরা তোমার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
রচনাকালÑ ৬ জুন ২০২০ইং

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আওয়ামীলীগকে ফিরে আসতে দেয়া হবে না: মাহফুজ আলম জামায়াত সবচেয়ে বেশি জীবনদানের ইতিহাস সৃষ্টি করেছে: মোবারক হোসাইন মাজারে হামলায় জড়িতদের গ্রেফতার ও পুন:সংস্কারের দাবী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাস্তা পার হতে গিয়ে অটোবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত বার্তা ২৪ এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হোসেন বেপারী দেশ থেকে চুরি করা টাকা দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন হাসিনা: সারজিস আলম উত্তরা ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১২ জলদস্যু আটক দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান হাজীগঞ্জে মোহাম্মদপুর প্রিমিয়ার লীগ শট রাউন্ডরি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত এমন ম্যারাথন আর দেখেনি শাহরাস্তিবাসী চাঁদপুরে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ৭ লেখক ইজতেমার সঙ্গে সমন্বয় করে ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন ৬০ হাজার টিসিবির কার্ড বাতিল করলো বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর এক–এগারোর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি: মির্জা আব্বাস রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ডিসেম্বরের বেতন ছাড় না হওয়ায় মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ক্ষোভ ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর