স্বপ্ন
সুজন আরিফ
Link Copied!
এই আলিঙ্গনটাইতো ছিল প্রত্যাশিত
এই চুম্বনটাই ছিল অবধারিত
কিন্তু,
আমাদের পরিমিত বোধটায়
এতদিন সুবোধ আসেনি বলে
কতটাকাল দূরে ছিলাম!
অযথাই দূরে ছিলাম।
যদিও,
জিরো পয়েন্ট,জারুল তলা;ঝুপড়ী
ওরাও চেয়েছিল
আমরা কথা বলি একই ভাষায়
আমাদের বসত হোক
যমুনা,ধলেশ্বরী কিংবা মেঘনার মোহনায়।
অবশেষে,
সীমান্তের কাছাকাছি আমরা
আকাশেৱ বুক জুড়ে মেঘের ভেলা
চারপাশে কেবল সবুজের মিতালি
আমাদের কণ্ঠেও প্রেমের গীতালি।
স্বপ্ন! আহা কী মধুর স্বপ্ন!
সহকারী অধ্যাপক,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
“করোনার দিনগুলো
হাজীগঞ্জ
23/06/2020