মা
মো. জাহিদ হোসেন
Link Copied!
মা, তুমি দেখিয়েছ এই ভুবণ,
মাথা খুঁজে বসে ছিলাম
তোমারি-চরণ।
মা, তোমায় ছাড়া এই ভুবণ-
একেলা মনে হয়
তোমার কথা মনে পড়লে,
দৃপ্তি চরণ-গায়।
সাত-সাগর পাড়ি দিতে পারি,
তোমারি জন্য
তবুও ভালোবাসবো তোমায়,
দৃপ্তি আরুন্ন।
মা, তুমি মোর মনে-
থাকিবে কোটিকল্প
নাহি-তবুও ভয়,
কষ্ট ব্যাতীত থাকলে তবুও
যাবেনা তোমায় ভোলা।
ভুলিবোনা মাগো তোমার কথা,
এই জীবনে
বাসিবো আমি তোমায় মাগো,
সৎত্যের স্বর্গে।