![](https://popularbdnews.net/wp-content/uploads/2023/08/moon.gif)
হাজীগঞ্জে শিক্ষা কর্মকর্তা করোনায় আক্রান্ত
![](https://popularbdnews.net/wp-content/themes/Mega%20News/pitw-assets/pitw-image/user_default.png)
Link Copied!
![](https://popularbdnews.net/wp-content/uploads/2020/07/IMG_20200714_234102-336x337.jpg)
![](https://popularbdnews.net/wp-content/uploads/2025/02/doctors-scaled.jpg)
হাজীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের করোনা পজেটিভ এসেছে। সোমবার তাঁর এই রিপোর্ট আসে।
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2022/12/9.jpg)
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2023/12/gsat.jpeg)
তিনি চাঁদপুরে নিজস্ব বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
![](https://www.popularbdnews.net/wp-content/uploads/2023/08/gggg.gif)
তিনি বলেন, স্যাররে সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩৩ জন।
![](https://popularbdnews.net/wp-content/uploads/2025/02/ads2.jpg)