কারখানায় হামলা ভাঙচুর, দুই শ্রমিক আহত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৫ | ৭:০২
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৫ | ৭:০২
Link Copied!

গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক আহতের ঘটনায় সড়কে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় ভাঙচুর চালায় তারা। এতে দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার কামরাঙ্গারচলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়; ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিকরা জানান, উপজেলার তেলিচালা, কামরাঙ্গারচালা, মৌচাকসহ বিভিন্ন এলাকার শ্রমিকরা বিভিন্ন সময় ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ছিনতাইকারীদের গ্রেফতার ও এক শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার বিকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

বিজ্ঞাপন

ওই সময় শ্রমিকরা ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দিতে বলেন; কিন্তু শ্রমিকরা তাতে অংশ না নিয়ে উল্টো বহিরাগত শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বহিরাগত শ্রমিকরা চলে যান।

ওই ঘটনার জেরে বুধবার সকাল সাড়ে ৯টায় ল্যাভেন্ডার কারখানায় হামলা চালায়। তারা কারখানাটির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ভেতরে থাকা গার্মেন্টস ভবনের গ্যাস, মূল্যবান মালামাল, আসবাবপত্র ও যানবাহনে ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই কারখানার সুপারভাইজার মোহাম্মদ কামাল বলেন, মঙ্গলবার বহিরাগত শ্রমিকদের কাউন্টার অ্যাটাক করা হয়। তা নিয়ে আজকে এটিএস কারখানাসহ অন্য বহিরাগত শ্রমিকরা আমাদের কারখানায় হামলা চালিয়েছে। তাদের প্রতিহত করা হলে আমাদের ওপরও হামলা চালানো হয়। পরে তারা গেট ভেঙে ভেতরে ঢুকে। কারখানায় ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

বিজ্ঞাপন

কারখানার এইচআর অ্যাডমিন মো. আখতারুজ্জামান জানান, বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রাথমিকভাবে ধারণা করছি তিন কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনার পর কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীতে খোলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে আরও নানান কারণ থাকতে পারে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে পাঁচ ইটভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব সাড়ে ৫ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ম্যাটসের শিক্ষার্থীরা, যান চলাচল শুরু ফরিদগঞ্জের ইব্রাহীমিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার ২৩তম বার্ষিক মাহফিল কারখানায় হামলা ভাঙচুর, দুই শ্রমিক আহত কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু যশোরে দুদকের মামলায় শাহীন চাকলাদারের চার বছর কারাদণ্ড রেস্তোরাঁ, পোশাক, মিষ্টি, মোবাইল ফোন সেবায় ভ্যাট কমছে চাঁদপুর সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা চাঁদপুরে চাঁদাবাজ কাউসারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  কথাসাহিত্যে সম্মাননার জন্য মনোনীত হলেন কথাশিল্পী শাহমুব জুয়েল চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ময়লার স্তুপের আগুনে ঝলসে গেলো শিশু শ্রেণীর ছাত্রী রাজারগাঁওয়ে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে বাবাকে পিটিয়ে ‌‘হত্যা’ করল ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি বেড়ে দ্বিগুণ, ভর্তিচ্ছুদের ক্ষোভ পুলিশ-র‍্যাব-আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে অধ্যক্ষ আবু জাফর মো: মাঈনুদ্দিন আর নেই মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ