রাজারগাঁওয়ে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যেগে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাজারগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও পূর্ব বাজার জামে মসজিদে আছর নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্দা বিষয়ক সম্পাদক কাজী মিজানুর রহমান,প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি,
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাআলম, মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি নেতা মোঃ নুরুল ইসলাম বেপারী, যুব নেতা আল আমিন ভূইয়া, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারেছ আহমেদ খান, ছাত্র দলের নেতা মোঃ রবিউল প্রমূখ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ