ফরিদগঞ্জ থানায় নতুন ওসি যোগদানের মাধ্যেমে কার্যক্রম শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১২, ২০২৪ | ৪:১৩
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১২, ২০২৪ | ৪:১৩
Link Copied!
ফরিদগঞ্জ থানায় যোগ দিয়েছেন ওসিসহ পুলিশ সদস্যরা। তবে সেনাবাহিনী এখনও পাহারায় রয়েছে। ধুয়ে-মুছে পরিষ্কারের পর শুরু হয়েছে সীমিত আকারে থানা পুলিশের কার্যক্রম। থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা।
এ উপলক্ষে রোববার ১১ আগস্ট বিকেলে পৌরসভার সাবেক মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, সুধীজন ও সাধারণ জনগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল তাকবীর’র সভাপতিত্বে ও ফরিদগঞ্জ থানায় নতুন দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী, প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সম্পাদক  প্রবীর চক্রবর্তী, সহসভাপতি মো. মহিউদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমরা আসলেই সফল, সারা বাংলাদেশে যে পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে, তার তুলনায় আমাদের ফরিদগঞ্জে তেমন ক্ষয়ক্ষতি নেই। এ জন্য উপজেলার সর্বসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ ও মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষে থানার দাপ্তরিক কার্যক্রম শুরু করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সরকার বলেন, আজকে আপনারা যেভাবে মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন, আমরা অনেক সাহস পেলাম। পেছনে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে ভাববো না। আমরা সামনের দিনগুলো ছাত্র-পুলিশ, সুধীজনরা সকলে মিলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করব।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে থানা ছেড়ে চলে যায় পুলিশ সদস্যরা। এরপর থেকে বন্ধ হয়ে যায় থানার কার্যক্রম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস