ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসার ছাত্রের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৯, ২০২৪ | ৯:৩২
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৯, ২০২৪ | ৯:৩২
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদ্রাসার ছাদ থেকে বিছানার চাদর ও বালিশের কাভার আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজেরা বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন (১২)এর মৃত্যু হয়েছে এবং হাফেজিয়া শিক্ষার্থী ইউসুফ আব্দুল্লা (১৩) আহত হয়েছে। সোমবার বিকালে ইমন হোসেনের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রোববার রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের পূর্ব ষোলদানা গ্রামে দারুস্সুন্নাত মোহাম্মাদিয়া আয়েশা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইমন হোসেন একই ইউনিয়নের হামছাপুর গ্রামের মো. ফজল হক তৈয়বের ছেলে। আহত ইউসুফ আব্দুল্লা ষোলদানা গ্রামের মনির হোসেনের ছেলে। দু’জনই ওই মাদ্রাসার শিক্ষার্থী।

আহত ইউসুফ আব্দুল্লা বলেন, মাদ্রাসার শিক্ষক আশরাফ আলী বিছানার চাদর ও বালিশের কাভার ধৌত করে ছাদের রৌদ্রে শুকাতে দেয়। সন্ধ্যায় তাদেরকে ছাদ থেকে বিছানার চাদর ও বালিশের কাভার আনতে পাঠায় অপর শিক্ষক মাহদী। এসময় ছাদের পাশে একটি কদম গাছে ফুল দেখতে পেয়ে ছাদে থাকা রড দিয়ে ইমন হোসেন কদম ফুল সংগ্রহ করার সময় মাদ্রাসার ছাদের পাশে থাকা বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে পুরো শরীর পুড়ে যায় তার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইমনকে বাঁচানোর চেষ্টা করে বিদ্যুতায়িত হয়ে আহত হয় ইউসুফ আব্দুল্লা। ঘটনা দেখে ডাক চিৎকার দেয় ছাদে থাকা অপর শিক্ষার্থী রহিম হোসেন। পরে স্থানীয়রা গিয়ে মৃত অবস্থায় মো. ইমন হোসেন ও আহত অবস্থায় ইউসুফ আব্দুল্লাকে উদ্ধার করে।

নিহত মো. ইমন হোসেন বাবা মো. ফজল হক তৈয়ব ও তার মা মর্জিনা বেগম বলেন,  ৪ সন্তানের মধ্যে মো. ইমন হোসেন একমাত্র পুত্র সন্তান। ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, সে হাফেজ হয়ে আমাদের কবর জিয়ারত করবে জানাজা পড়াবে, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার একমাত্র ছেলেকে হারাতে হলো।

বিজ্ঞাপন

ইউসুফ আব্দুল্লার বাবা মনির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ছেলেকে মাদ্রাসায় দিয়েছি হাফেজ হবে। সেই ছেলেকে দিয়ে মাদ্রাসার শিক্ষক তাঁর ব্যক্তিগত কাজ করানোর সময় বিদ্যুতায়িত হয়েছে। এবং মাদ্রাসার দেয়ালের সাথে কাভার বিহীন বিদ্যুতের তাঁর। ঝুকিপূর্ণ জেনেও এভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ এভাবে ছাত্রদের জীবনের ঝুঁকিতে ফেলতে বিষয়টি মেনে নেয়ার মতো নয়।

এ বিষয়ে মাদ্রাসার প্রদান শিক্ষক আশরাফ আলীকে মুঠো ফোনে চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মাদ্রাসার সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে পরবর্তিতে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখবো। শিক্ষার্থী মৃত্যুর ঘটনারপর স্থানীয়দের সিদ্ধান্ত মোতাবেক মাদ্রাসাটি আপতত বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাহফুজ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত শিক্ষার্থীর পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তাঁর মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরণ চাঁদপুরে শীতে লঞ্চে কমেছে যাত্রী,  সিডিউল বিপর্যয়  রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে বই উৎসব হাজীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হাজীগঞ্জের মুকুন্দসার নূরানীয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা  উদ্বোধন বিএনপি নেতা জাকির হোসেনের জ্যৈষ্ঠ কন্যার বিয়ের অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকরা সিলিন্ডার বিস্ফোরণে চাঁদপুরে একই পরিবারের তিন শ্রমিক নিহত, পরিবারে চলছে শোকের মাতম নতুন বছরের শুভেচ্ছা জানালো চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদ” হাজীগঞ্জে   মৃত্যুর মিছিলে২৪ জন  বাংলাদেশের ২০২৪: একতরফা নির্বাচন, ছাগলকাণ্ড, হাসিনার দেশত্যাগসহ যত বিরল ঘটনা একজনের পক্ষে সাতজনকে হত্যা সম্ভব না: রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. কোহিনুর বেগম চাঁদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন হাজীগঞ্জে তালুকদার এন্টারপ্রাইজের উদ্বোধন চাঁদপুরে ক্যারিয়ার এইডের উদ্যোগে জব ফেয়ার ও ক্যারিয়ার ডে অনুষ্ঠিত চাঁদপুরে জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা ভেঙ্গে গেছে প্রাচীন সেতুটি শাহরাস্তিতে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ চাঁদপুরে ডাকাত আতংক, মসজিদে মসজিদে মাইকিং হাজীগঞ্জে দুই মরদেহ উদ্ধার বাতিঘর মানব কল্যাণ সংস্থার শীতবস্ত্র পেলো সহস্রাধিক পরিবার