চাঁদপুরে ডিজেল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারলো স্বামী, শাশুড়ী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২৪ | ১০:২১
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২৪ | ১০:২১
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বকচর গ্রামে স্বামীর দেয়া আগুনে পুড়ে মরলো স্ত্রী খাদিজা আক্তার (২৩)। এ ঘটনায় শশুড়ী জায়েদা খাতুন (৬৭) কে আটক করা হয়েছে। স্বামী ইব্রাহিম পলাতক রয়েছে। রোববার ১৪ এপ্রিল খাদিজার বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইব্রাহিম প্রধান বকচর গ্রামের আব্দুল মোতালেব প্রধানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৭টায় ইব্রাহিম প্রদান শ্বশুরবাড়ি থেকে যৌতুক না পেয়ে স্ত্রী খাদিজা আক্তারের শরীরে শ্যালো মেশিনের ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় খাদিজার চিৎকারে ছুটে এসে প্রতিবেশী মনির ও মহসিন পাটের বস্তা ভিজিয়ে আগুন নেভায়। ঘটনাস্থল থেকেই সাথে সাথে খাদিজাকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট নেওয়া হয়। শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল রাত দেড়টায় খাদিজা মারা যায়।

খাদিজার শরীরের প্রায় ৯০ শতাংশ আগুনে দগ্ধ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিষয়টি গোপন করে খাদিজার বাপের বাড়িতে না জানিয়ে তড়িঘড়ি করে লাশ দাফন করা হয়। রোববার ১৪ প্রপ্রিল খাদিজার বাবা মেয়ের মৃত্যুর খবর পেয়ে থানায় মামলা করেন। পুলিশ এঘটনায় খাদিজার শাশুড়ী যায়েদা খাতুন কে আটক করেছে।

বিজ্ঞাপন

খাদিজা ইব্রাহিমের তৃতীয় স্ত্রী। এর আগে ইব্রাহিম আরো ২টি বিয়ে করে। যৌতুক নির্যাতনের কারণে আগের দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। খাদিজার দুটি ছেলে রয়েছ। ৪ বছর আগে খাদিজার সাথে ইব্রাহিমের বিয়ে হয়। তখন থেকেই ইব্রাহিম ও তার মা যৌতুকের জন্য খাদিজাকে নির্যাতন করে আসছে।

খাদিজার বাবা খোকন মিয়া জানান, বিয়ের পর থেকেই ইব্রাহিম খাদিজাকে যৌতুকের জন্য মারধর করতো। এসব নিয়ে অনেকবার শালিস বৈঠকও হয়েছে। আমার যৌতুক দেওয়ার সামর্থ নেই দেখে মেয়েটা মুখ বুঝে সব কিছু সহে গেছে’।

এ বিয়য়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা জানান, খাদিজার শাশুড়ীকে আটক করা হয়েছে। স্বামী পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা সমিতি ভবন অবরোধ ছাত্র-জনতার চাঁবিপ্রবির দুই শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাখ্যান আমরা সব জায়গায় সংস্কার করব : চাঁদপুর জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বিদায় ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে কাজ করার আহ্বান দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল বাড়তে পারে তাপমাত্রা মেনাপুর নাসিরকোট ও রাজার গাঁও স্কুলে ঈদে মিলাদুন্নবী উদযাপন  শেখ হাসিনাকে আপা আপা বলা কে এই তানভীর? মোহাম্মদপুর সপ্রাবিতে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন  ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ছয় হাজার বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন যতটুকু কাজ করবো সততা নিয়ে করবো: নবাগত জেলা প্রশাসক আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নির্বাচন করবেন না সালাউদ্দিন, সমর্থকদের উল্লাস-মিষ্টিমুখ শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম : ড. ইউনূস রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসির ইন্তেকাল শাহরাস্তিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস